একটা সময় িছলো হয়তো তখন সবে কৈশোরে পা দিয়েছিলাম,মান
অভিমান হলেই না পাওয়ার েবদনা িনয়ে মরে েযেতে ইেচছ হতো
মনে হতো এ জীবন েশষ করে েদই ।
এখন যখন চারপাশ েথকে প্রতিনয়ত কষ্টগুলো আমাকে আেষ্টপৃেষ্ট েবেঁধে ফেলে,তখন মনে হয় মরেই যাই। কি দরকার একটা মাত্র জীবনে এতো কষ্ট পাওয়ার। কিন্তু পরে মনে হয় কি ছেলেমানুষ আমি!কিভাবেই না এ জীবন েথকে পালাতে চাইিছ। চারপােশর এই যে বেড়াজাল তাতো আমাকে ঘিরেই,কোনো না কোনোভাবে আমার দ্বারাই সৃষ্ট ।এত সহজে কিভাবে মু্িক্ত পাবো আমি?এতো সহজে মু্িক্ত কোথায় আমার?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।