আমি সমাজের একজন একজন করে কিছু সমাজ সেবকদের পরিচয় করিয়ে দিতে চাই। সিলেট শহরের একটি মোটামোটি পরিচিত অঞ্চল এয়ারপোর্ট রোডে চৌকিদেখী। শাহজালাল (রঃ) সঙ্গী ৩৬০ আউলিয়ার অন্যতম সহযোগী তিনি এই জায়গায় মৃত্যুবরণ করেন তাই এখানেই দাফন হন। অবশ্য এর পেছনে আরো অনেক কাহিনী আছে কিন্তু আমি ওনার ব্যাপারে যেহেতু বলছি না তাই আর এগুতে চাই না। চৌকিদেখী রংধনু এলাকায় ৬নং রোডে বাস করেন আমাদের জনপ্রিয় সেই ব্যক্তি যার নাম জুবের (জুবর) বাবা- ইনূছ মিয়া, সমস্ত চৌকিদেখীর স্থানীয় অস্থায়ী সবাই তাকে চেনে তার নাম শুনলেই সবার চোখ যায় দরজার দিকে ঐ ব্যক্তি আসলেন কিনা।
নেশা, চুরি, ছিনতাই এমন কোন কাজ নাই তিনি করেন না। উনার জন্য আমরা সব সময় ভীত থাকি কারন যেকোন সময় ওনার টার্গেটে আমরা পড়তে পারি। রাতের বেলা চুরি করে কিন্তু কেউ ধরতে পারে না। যদি ধরে উল্টা তাকে শুনতে হয় গালাগালি অথবা খেতে হয় মাইর। এলাকায় ওদের আত্মীয় স্বজন খুবই প্রভাবশালী ওদের কাছে ব্যপারটা বললে ওরা উড়িয়ে দেয় আমাদের সাথে ওদের কোন সম্পর্ক নাই কিন্তু কেউ তাকে মারতে চাইলে তারাই এগিয়ে আসে।
বিশেষ করে ওর মা ওকে বেশী মদদ দেয়। পুলিশ ধরলে আবার জামিন পায় আবার ত্রাস। এ নিয়ে এলাকাবাসী খুবই বিপদে আছে। ওর অত্যাচারে অতিষ্ট মানুষ। আমাদের কি কিছুই করার নাই?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।