আমাদের কথা খুঁজে নিন

   

মুক্তি

জগৎ সংসারে কত ক্ষয় হলো সুগন্ধি সাবান। ঘ্রান তো মিলিয়ে গেলো নিমিষেই। bbl_bu@yahoo.com

আর ভালো লাগেনা এইসব ক্যারিকেচার। মনে হয় পালাই পালাই। জীবন থেকে পালালেই বেঁচে যাই।

পালানোই মনে হয় বুদ্ধিমানের কাজ। আর কত চাই জীবনে এইসব না বেঁচে থাকার সালাদ-মশলা-পাতি। গেলাস গেলাস তৃষ্ণা নিয়ে বেঁচে থাকার কোন মানেই হয়না। বাঁচতে হলে চাই সবুজাভ আকাশ, হলদেটে শর্ষে-ফুলের বাগান, লাল কৃষ্ণচুড়া অথবা আরো অনেক কিছু। আরো অনেক কিছুই আছে জীবনকে রাঙানোর জন্য।

অথবা ভালোবাসার চারপাশ এমন পরিপাটি সাজানোর জন্য আরো অনেক উপাদানের প্রয়োজন। আর ভালো লাগেনা বয়ে নিতে জীবনের বোঝা। মুক্তি চাই আমি। আমাকে মুক্তি দাও। মুক্তি দাও হে অনন্ত অসীম! মুক্তি দাও হে মহাজগতের প্রভু।

*ক্যারিকেচার = অতিরঞ্জিত


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.