যারা অন্যের সাথে প্রতারণা করে তারা প্রথমে নীজের সাথে প্রতারণা করে,কিন্তু নির্বোধ বলে তারা তা বুঝে না। আর প্রতরণার মধ্য দিয়ে প্রতারক মানুষরুপী শয়তান ও প্রেতে পরিনত হয়। কিন্তু অজ্ঞনতার ধরুন বিবেক তাদের ধ্বংশন করে না। ফলস্বরুপ,তারা পাপাচারে সুখ ভোগ করে। সাত আসমান ছেদিয়া,
খোদার আরস হিলাইয়া,
আসিয়াছি ভাই,
আমি তোমাদের তরে,
তোমাদেরই মুক্তির বানী লয়ে।
শুন ভাই,
মোর সেই মুক্তির বাণী,
মানুষ অপেক্ষা ধরণীর বুকে
নহে কেহ,কিছু শ্রেষ্ঠ।
সেই মানুষকে অবহেলা করে
যে, ভালবাসে জাতীভেদে,
ধর্মভেদে,বর্নভেদে মানুষ।
প্রভূর সন্তুষ্টির লাভের আশায়
যে,মসজিদ,মন্দির,চার্যে গমন করে।
নাই তার কোন ফায়দা ,
নাই তার কোন পূণ্য,
তার সেই ধর্ম পালনে।
শুন ভাই,
অন্ধ,বোকা,নিবোর্ধ সেই
জাতী,তাই জানে না,তারা
শয়তানকেই প্রভূ মানছে।
সেই ধর্ম পালনে তারা
শয়তানের প্রাণকেই পুষ্ট করছে।
শুন ভাই, মোর সেই মুক্তির বানী,
জীবে দয়া,মায়া,প্রেম,
ভালবাসা নাই যার অন্তরে।
হোক সেই প্রান কীট,
কিংবা,আরো ক্ষুদ্র প্রাণ।
নাই তার কোন ফায়দা ,
নাই তার কোন পূণ্য,
তার সেই মসজিদ,মন্দির,
চার্য গমণে। ও কোরআন,
বাইবেল,গীতা চুম্বনে।
শুন ভাই,
তুমার মুক্তি তুমারই হাতে।
নহে তাহা কোন আল্লাহ,
ঈশ্বর,ভগমানের কাছে।
গড় সেই মুক্তি ভাই,তুমি,
জীব সকলকে ভালবেসে।
শুন ভাই,
যে অন্তর জীবের কল্যাণ ব্যাতি রাখে।
সে অন্তর থেকে প্রভূ থাকে দুরে।
সেই অন্তরেই শয়তান বাসা বাধে।
শুন ভাই,
জীবে প্রেম ব্যাতী রেখে,
নহে মুক্তি কারোর,কোন কিছুতেই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।