আমাদের কথা খুঁজে নিন

   

bdnews24 কি মেয়ে মানুষ যে বয়স লুকায়!!!

bdnews24 ডটকম তাদের পঞ্চ বর্ষপুর্তি অনুষ্ঠান ব্যাফক আনন্দের সাথে পালন করার ঘোষনা দিয়েছে। কিন্তু অনলাইনের সাথে কিঞ্চিত যোগাযোগ থাকার কারনে আমি এটি ব্রাউজ করছি ২০০৪ থেকে। সেই হিসাবে এর বয়স এখন পাক্কা ৭ বছর। কিন্তু কি কারনে বিডিনিউজের মত একটি নামকরা সংবাদ সংস্থা নিজেদের বয়স নিয়ে জাতির সামনে মিথ্যা তথ্য উপস্থাপন করল তা অবশ্যই তাদের কে জাতির সামনে প্রকাশ করতে হবে। আগে জানতাম মেয়েরা বয়স লুকায় এখন দেখছি বিডিনিউজের মত কিছু প্রতিষ্ঠানও নিজেদের বয়স লুকাতে ব্যস্ত।

কিন্তু কেন ? কর্রোপেট যুগে যেখানে সবাই নিজেদের ব্যান্ড বাড়ানোর জন্য বয়স কে বিঞ্জাপনের হাতিয়ার হিসাবে ব্যবহার করে, সেখানে বিডিনিউজের এমন আচরন তো রহস্যজনক। এটি দেশের প্রথম অনলাইন সংবাদ মাধ্যম। তাই তার জন্মের খবর যে তার থেকে পাঠকরাই ভালো জানে সে কথা কি সংবাদ মাধ্যমটির একবারও মনে হয়নি। যারা নিজেদের জন্ম তারিখ মনে রাখতে পারে না তাদের কাছ থেকে বস্তুনিষ্ঠ সত্য সংবাদ আশা করব কি ভাবে ? বিডিনিউজ২৪ কে তার এহেন নির্জলা মিথ্যা জন্মবার্ষিকের ব্যাখা অবশ্যই দিতে হবে। আমরা সব সংবাদ মাধ্যমের কাছে সব সময় সত্য তথ্য আশা করি।

এর অন্যথা হলে কখনোই পাঠক সমাজ তা মনে নেবা না। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।