আমাদের কথা খুঁজে নিন

   

সাম্প্রতিক রাজনৈতিক সংঘর্ষ, গুপ্তহত্যা ও যুদ্ধাপরাধীদের বিচার:

এসো আবার চড়াই উৎড়ই.......... সাম্প্রতিক রাজনৈতিক সংঘর্ষ, গুপ্তহত্যা ও যুদ্ধাপরাধীদের বিচার: কে বাচঁল আর কে মরল, জানিনা, তবে এটুকু বুঝতে পারছি আমি ও আরও কয়েকজন যুদ্ধাপরাধী এখনও বেচেঁ আছি, যারা সাম্প্রতিক বোমা বিস্ফোরন ও বিভিন্ন সংঘর্ষে মারা গেলেন তাদের রুহের মাগফেরাত কামনা করছি.............। নাসিরুদ্দীন হোজ্জাকে একটু ধার করি........ তিনি তার সময়কার জনতাকে কিছু একটা শিখাতে চেয়েছিলেন, আর তাই একটা কুকুরকে গরুর খুঁটির মত একটা খুঁটিতে বেধেঁ রাখলেন ৩ বছর ধরে, কুকুরটি যে বৃত্তাকার গন্ডিতে থাকার অভ্যাস তৈরী করেছিল তা তাকে অমরত্ব প্রদান করে এবং তার সীমানা নির্দিষ্ট করে দেয়। শ্রদ্ধেয় কুকুরটিকে যখন যথেষ্ট সম্মানপূর্বক বেড়ি খুলে স্বাধীনতা দেওয়া হয়, তার সেই বৃত্ত ছেড়ে তিনি আর কখনওই বেরুতে পারেরননি । সাঘর্ষিক গণতন্ত্রের রূপটাই এমন যে, একবার এর স্বাদ যে পেয়েছে সে ইহজীবনে আর কখনওই এর বেড়া ডিঙ্গোতে পারবে না। আমাদের গুটিকয়েক ডিক্টেটরের এমনই মতা যে তাদের জীবনের মানদন্ডে ও চালের বেচালে, হারিয়ে যায় শত কোটি জনতা। আর তাই বিচার নামের প্রহসন ও রাজনৈতিক মাঠ গরম প্রক্রিয়া অনবরত চলতে থাকে, আমাকে ভালোবেসো না শুধু কষ্টই পাবে, এমন আরতিতে যখন একজন নারী আকুতি জানান তখন তাকে ধর্ষনে মেতে উঠার নামই যদি ধরে নেই মানবিকতা, তবে আমি হয়তো মানুষ নই, মানুষগুলো অন্যরকম, তারা ভাতের সাথে রক্ত খায়, মেক-আপ বক্সে খরচের(!!!) লিস্ট রাখে এবং পরবর্তী টুপি পরিহিতার জন্য অন্তর্বাস খুলে দেয়। আসুন আরেকবার ঘেমে নেয়ে উঠি নিজের শ্রাদ্ধের অতিরিক্ত মশলায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.