Born to Rebel ৩য় বাংলা ব্লগ দিবসে সামু যে দশজন ব্লগারকে সেরা হিসাবে স্বীকৃতি দিয়েছে তাদের সাত জনই ধর্মীয় কুসংস্কারমুক্ত, নিধর্মী, বা নাস্তিক। ধর্মীয় কুসংস্কার মুক্ত হওয়াটা যে খুবই গুরুত্বপূর্ণ তা আরেকবার প্রমানিত হইল। যে সাতজনের কথা বলছি তাদের নামগুলাও নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে! চলুন দেখা যাক কারা তারা: ১) ইমন জুবায়ের (নাস্তিক, ভুল হলে শুধরে দেয়ার অনুরোধ রইল) ২) ফিউশন ফাইভ (নাস্তিক) ৩) আলিম আল রাজী (নাস্তিক) ৪) আসিফ মহিউদ্দিন (নাস্তিক) ৫) রেজওয়ানা (নাস্তিক, ভুল হলে শুধরে দেয়ার অনুরোধ রইল) ৬) আরিয়ানা (আমি জানি উনি মুসলিম নন। এবং আমার ধারণা উনি ধর্মীয় গোড়ামী মুক্তও) ৭) শায়মা (আমার জানা মতে ধর্মীয় গোড়ামী মুক্ত তবে নাস্তিক কিনা জানি নাই - ভুল হলে শুধরে দেয়ার অনুরোধ রইল) ব্যাপারটা কাকতালীয় সন্দেহ নাই তবে এতে বুদ্ধিমানদের জন্য চিন্তাভাবনার নিদর্শন আছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।