আমাদের কথা খুঁজে নিন

   

লোকমান হত্যার আসামিও মনোনয়নপত্র কিনলেন : নির্বাচনেও তাকেই কি জেতানো হবে ?

পৃথিবীর কাছে তুমি হয়তো কিছুই নও, কিন্তু কারও কাছে তুমিই তার পৃথিবী" নরসিংদী পৌরসভার মেয়র পদে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মেয়র লোকমান হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত আসামিও মনোনয়নপত্র কিনেছেন। আজ সোমবার পর্যন্ত ১৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাঁদের মধ্যে লোকমান হোসেনের ভাই জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি কামরুজ্জামানও রয়েছেন। আওয়ামী লীগের মনোনয়ন কমিটি সূত্রে জানা যায়, সন্ধ্যা ছয়টা পর্যন্ত আওয়ামী লীগের সমর্থনপ্রত্যাশী সাতজন ফরম কিনেছেন। তাঁরা হলেন লোকমান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ও শহর আওয়ামী লীগের সভাপতি মোন্তাজ উদ্দিন ভূঞা, মেয়র লোকমান হোসেনের ভাই জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি কামরুজ্জামান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সদস্য আসাদুজ্জামান, শহর আওয়ামী লীগের সদস্য আমজাদ হোসেন ভূঞা, আওয়ামী লীগের সুইডেন শাখার সাধারণ সম্পাদক আতাউর রহমান ও আওয়ামী লীগের নেতা আফজাল হোসেন।

ভারপ্রাপ্ত জেলা নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলাম জানান, নরসিংদীতে এবারই প্রথম নির্বাচনে ইভিএম ব্যবহূত হবে। তাই ইভিএমকে সাধারণ মানুষের কাছে পরিচিত করে তুলতে প্রতিটি ওয়ার্ডে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। প্রসঙ্গত, গত ১ নভেম্বর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে নরসিংদী পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়। এরই পরিপ্রেক্ষিতে গত ১৭ নভেম্বর নরসিংদী পৌরসভার মেয়র পদটি শূন্য ঘোষণা করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। ১৩ নভেম্বর নির্বাচন কমিশন পৌরসভায় উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।

তফসিল অনুয়ায়ী ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৯ জানুয়ারি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.