আমাদের কথা খুঁজে নিন

   

রংপুরে তেল পরিবহনে রেলওয়ের চরম গাফিলতি এর শেষ কোথায় ?

জীবন চলা মানে প্রতিক্ষন জীবনান্তের দিকে এগিয়ে চলা রংপুরে চট্টগ্রাম থেকে তেল আসার জন্য একমাত্র বাহন হলো রেলওয়ে ওয়াগন । আশেপাশে নৌযান চলার উপযোগী নদী নেই । এই বৃহত্তর অঞ্চলের কুড়িগ্রাম, লালমনিরহাট, সৈয়দপুর,রংপুর, পঞ্চগড়, দিনাজপুর অঞ্চলেও এখান থেকে তেল সরবরাহ করা যায় । চট্টগ্রামে তেলের কোন ঘাটতি নেই, শুধু রেলের অবহেলার কারনে রংপুরে পর্যাপ্ত তেল আসেনা । একটা নমুনা দেই ।

গত পাঁচই ডিসেম্বর চট্টগ্রামে রেলওয়াগনে তেল বোঝাই করা হয় । ৬ দিন নষ্ট করার পর ১১তারিখে চট্টগ্রাম থেকে ওয়াগন রওনা হয়ে ১৭ তারিখে রংপুর পৌছায় । সর্বমোট ১২ দিন সময় নষ্ট করা হয় । অথচ ২ দিনে ওয়াগন চট্টগ্রাম থেকে রংপুরে চলে আসার কথা । ১৭ তারিখেই ৩ টি তেল কোম্পানী ওয়াগন খালী করে ফেললেও আজ ১৯ তারিখ পর্যন্ত ওয়াগনগুলি রংপুরেই পড়ে আছে নিয়ে যাওয়ার নাম নেই অথচ নিয়মানুসারে ওয়াগন খালী হওয়ার পর একমিনিটও দেরি করার কথা নয় ।

বিষয়টির সুরাহা করার জন্য রেল মন্ত্রনালয়ের দৃষ্টি আকর্ষন করছি ।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।