শনিবার বিকেলে এ হামলায় নিহত আব্দুল হালিম (৪৫) উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের চিথলী পূর্বপাড়া গ্রামের প্রয়অথ আব্দুল হামিদের ছেলে।
হত্যার অভিযোগে পুলিশ মিজানুর রহমান নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
মিঠাপুকুর থানার ওসি মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আবদুল হালিমের সঙ্গে প্রতিবেশী মিজানুরের জমি নিয়ে বিরোধ চলছিল।
এর জেরে শনিবার বিকাল ৪টায় কথা কাটাকাটির এক পর্যায়ে হালিমের মাথায় ছুরি দিয়ে আঘাত করে মিজানুর।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর বিকাল সাড়ে ৫টায় হালিমের মৃত্যু হয়।
নিহতের ছেলে মোরসালিন বাদী হয়ে একটি হত্যামামলা দায়ের করেছেন বলেও পুলিশ কর্মকর্তা জানান।
হাসপাতালের পরিচালক ডা. আব্দুস সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাথায় আঘাতজনিত কারণে হালিম মারা গেছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।