নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ইসি সচিব মোহাম্মদ সাদিক রোববার ভোটের এই সময়সূচির বিজ্ঞপ্তি জারি করেন।
তফসিল অনুযায়ী, মনোনয়ন দাখিলের শেষ সময় ২৭ জানুয়ারি। ২৮ জানুয়ারি বাছাইয়ের পর ৩ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের সুযোগ থাকবে। সবশেষে ২০ ফেব্রুয়ারি হবে ভোটগ্রহণ।
রংপুরের জেলা প্রশাসক এ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।
গত ৫ জানুয়ারি ভোটে গোপালগঞ্জ-৩ ও রংপুর-৬ আসনে জয়ী হন আওয়ামী লীগ সভানেত্রী হাসিনা।
এরপর তিনি গোপালগঞ্জের আসনটি রেখে নিজের শ্বশুরবাড়ির এলাকা রংপুরের আসনটি ছেড়ে দিলে ইসি ৮ জানুয়ারি আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।