কোতয়ালী থানার ওসি সৈয়দ সাহাবুদ্দিন খলিফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার সকাল ৯টায় নগরীর পার্কের মোড়ে একটি পণ্যবোঝাই ট্রাকে আগুন দেয়ার চেষ্টা করলে ঘটনাস্থল থেকে জেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মো. নায়েবুজ্জামানসহ ৫ শিবিরকর্মীকে আটক করা হয়।
এর আগে ভোরে নগরীর দমদমা সেতু, হাজীরহাট, পার্কের মোড়, দর্শনা মোড়ে ৪টি ট্রাক ও ৬টি ব্যাটারিচালিত অটোরিকশা ভাংচুর করে জামায়াত-শিবিরকর্মীরা।
এদিকে সকাল থেকেই দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসেছেন ব্যবসায়ীরা। দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকলেও অভ্যন্তরীণ পথে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
বাংলাদেশ দোকান মালিক সমিতির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও জেলা সম্পাদক রেজাউল ইসলাম মিলন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চারদিন ধরে হরতাল চলছে। রোজার মাসে ঘন ঘন হরতাল ব্যবসায়ীরা মানছে না।
রংপুর রেল স্টেশন কর্মকর্তা মোজাম্মেল হক জানান, সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত বিভিন্ন রুটে পাঁচটি ট্রেন যথারীতি চলেছে।
মহানগর জামায়াতের আমীর মাহবুবুর রহমান বেলাল অভিযোগ করেন, পুলিশ তাদের রাস্তায় দাঁড়াতেই দিচ্ছে না।
পুলিশ সুপার আব্দুর রাজ্জাক জানান, কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।