আমাদের কথা খুঁজে নিন

   

রংপুরে শেখ হাসিনার মনোনয়নপত্র জমা

সোমবার বেলা সাড়ে ১১টায় রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ফরিদ আহাম্মদের কাছে শেখ হাসিনার পক্ষে মনোনয়নপত্র জমা দেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা।
এ সময় পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহারুল হক বাবলু, সাধারণ সম্পাদক তাজিমুল ইসলাম শামীম ও রংপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তৌহিদুর রহমান টুটুল উপস্থিত ছিলেন।
নেতাদের সঙ্গে বিপুল সংখ্যক কর্মীও দলীয় প্রধানের মনোনয়নপত্র জমা দিতে যান।
মনোনয়নপত্র পাওয়ার বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তা ফরিদ আহাম্মদ।
ফাইল ছবি নবম সংসদ নির্বাচনে এই আসন থেকে বিপুল ভোটে সাংসদ নির্বাচিত হন শেখ হাসিনা।

পরে আসনটি ছেড়ে দিলে উপ-নির্বাচনে আওয়ামী লীগের আবুল কালাম আজাদ সংসদ সদস্য নির্বাচিত হন।
ফাইল ছবি
পীরগঞ্জের বাইরে এবার গোপালগঞ্জ-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন আওয়ামী লীগ সভানেত্রী। নবম সংসদ নির্বাচনে  তিনটি আসন থেকে নির্বাচনে অংশ নিয়েছিলেন তিনি।
এদিকে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলির সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত সুনামগঞ্জের দিরাই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
দুপুরে দিরাই উপজেলা নির্বাচন কমিশনারের দপ্তরে তিনি মনোনয়নপত্র জমা দেন বলে জানান সুরঞ্জিতের ব্যক্তিগত সহকারী কামরুল হক।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।