আমাদের কথা খুঁজে নিন

   

সচিবালয় জুড়ে আইন প্রতিমন্ত্রীর ছবি সম্বলিত পোস্টার

আমি একজন পাঠক গোটা সচিবালয় জুড়ে এখন শোভা পাচ্ছে আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের ছবি সম্বলিত পোস্টার। আছে আরো দু’এক জন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর ছবি সম্বলিত ব্যানার। বিজয় দিবস উপলে বাংলাদেশ সচিবালয় কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি নিজামুল ইসলাম ভূঁইয়া (মিলন) ও সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম (সুমন) শুভেচ্ছা জানিয়ে এসব পোস্টার ও ব্যানার টানিয়েছেন। জানা গেছে, বিজয়ের ৪০ বছর উপলে সচিবালয় কর্মচারী সংযুক্ত পরিষদ ডিসেম্বর মাসের শুরুর দিকে সচিবালয়ে প্রত্যেকটি ভবনে এসব পোস্টার ও ব্যানার টানানো হয়। এসব পোস্টারের মধ্যে আইন প্রতিমন্ত্রীর ছবি রয়েছে এমন পোস্টারের সংখ্যা ৬টি।

এসব পোস্টারে লেখা রয়েছে ‘ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ৪০ বছর পূর্তিতে ’৭১ সালের মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলী’। নিচে রয়েছে শুভেচ্ছান্তে সংগঠনের সভাপতি ও সম্পাদকের নাম। একইভাবে কমপে তিনটি ব্যানারও টানানো হয়েছে ওই সংগঠনের নামে। যার প্রত্যেকটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সজিব ওয়াজেদ জয় এবং শ্রম ও কর্ম সংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান এর ছবি। এছাড়া টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দির রাজুর ছবি সম্বলিত পোস্টার আছে।

বিষয়টি সম্পর্কে গতরাতে জানতে চাইলে আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, এ ছবি কি এখনও আছে। আমি তো তাদের ছবি নামিয়ে ফেলার নির্দেশ দিয়েছি। তারা এখনও নামায় নাই। আমি এখননি বলে দিচ্ছি ছবি নামানোর জন্য। তিনি বলেন, এগুলো টানানোর সময়ই নিষেধ করা হয়েছে।

যারা এগুলো টানিয়েছে তাদের উদ্দেশ্য খারাপ বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।