আমাদের কথা খুঁজে নিন

   

পৃথক প্লাবন

"একজন নারী সুন্দরী হতে পারে অথবা বিশ্বস্ত হতে পারে, কিন্তু দু'টো এসাথে হতে পারে না । " প্রেমের কবিতার ক্ষেত্রে ফরাসিরাই সেরা । বিশ্ব সাহি্ত্যের সব ভাষাতেই যেসব রচনা শতাব্দীর পর শতাব্দী টিকে থাকে, সেগুলো মূলত প্রেমের কবিতা । কারন প্রেমের আবেদন চিরকালীন । এই প্রেম নারী-পুরুষের প্রেম ।

অনেক বছর আগে রুপসীরা অনেক সময় নিয়ে নানা রকম দ্রব্য সহকারে প্রসাধন করত, তারপর সব মুছে ফেলে দিত । নারী পুরুষের প্রেমের বিষয়ে কবি'রা যত কবিতা লিখেছেন, তার পরিমাণ অন্য যে কোনও বিষয়ে লেখা কবিতার থেকে অনেক বেশি । প্রতিটা কবি প্রথমে নিজের জন্য কবিতা লেখেন । আর যখন কোনও কবি নারীর প্রেমে পড়েন বা পুরনো প্রেমের স্মৃতি মনে পড়ে- তখন তারা দারুন সব কবিতা লিখেন । কবিতা লেখার সময় কবি'দের অনেক আনন্দ হয় ।

সব কবিদের সেরা কবিতা হয় প্রেমের কবিতা গুলো । প্রেমের কারনে স্বল্পখ্যাত কবি'রা অসাধারণ সব কবিতা লিখে ফেলেন । উপরের কথাগুলো ফালতু কথা । এখন আমার একটি কবিতা লিখতে ইচ্ছা করছে, লিখব । আমি যে কোনো বিষয়ই নিয়েই যখন তখন লিখতে পারি ।

তাছাড়া প্রতিমাসে একটা করে কবিতা না লিখলে আমার ভালো লাগে না । অনেক দিনের অভ্যাস । কথায় বলে না পুরনো অভ্যাস সহজে মরে না । এখন কবিতাটা পড়ুন- ওগো চিরচেনা, কাগজের দলিল ছাড়া তোমার কাছে যেতে দিবে না ? কেন বারবার এড়িয়ে যাও আমার ইচ্ছাগুলোকে, তুলে নিবো তোমাকে তুমি জানালা খুলে দাও- আর এই আমি ছুঁয়ে ছুঁয়ে যাই তোমাকে আদরে পৃথিবীর শেষপ্রান্তে যাবে পায়ে পায়ে আমার সাথে, মুছে ফেলো সমস্ত হতাশা তোমার মনকে আমার মনের সঙ্গে শক্ত বাধনে রাখো বেঁধে প্রকৃতির মতোন । আমার ঘরে না আছে দরজা না আছে খিল-ইচ্ছা করলে অনেক দূর চলে যাওয়া যায় তোমার বাস্তবতা দিয়ে আমি কি করবো- তুমিই তো আমার এক টুকরো জীবন বিশাল আকাশের নীচে তোমার হাত দু'টি আমার বুকের উপর মেলে ধরো- তোমার সমস্ত দুঃখ, কষ্ট- সমস্ত ভুল, না পাওয়াকে বাক্সবন্ধি করে রাখবো কোনো সুন্দরীদের উপর তুমি রাগ করো না-আমার ঠোঁট খুঁজে নিবে তোমার ঠোঁট ।

আমি তোমার এত কাছে ছিলাম- যে অন্যদের আলিঙ্গন আর ভালো লাগে না । এই হু হু শীতে তোমার কি শীত করছে- তাহলে আমার কাছ থেকে উষ্ণতা নাও চলো যাই হাত ধরে চিড়িয়াখানায়, বানরের খাচায় বাদাম ছুড়ে দেই এসাথে। মধ্যরাত্রে তোমার কন্ঠস্বর ভেসে আসে আমার ঘরে- আনন্দের শিহরণ তোলে সমুদ্র আর আকাশ আমাকে বলে- আমাদের মতো বিশাল তোমার ভালোবাসা তোমার মনকে বুঝাও কোনো কিছুর জন্য আক্ষেপ না করতে-তাতে কষ্ট বাড়ে এযুগে ভালোবাসা ঝড়ের মতন- সব তছনছ করে দেয়, দেহ এবং মোহ, হায় ! আমি ঠিক আমার মতন, আমি ঠিক তোমার মতন- তাতে কোনো ক্ষরি নেই টেবিলের উপর বই, মেঝেতে বিড়াল কিন্তু তুমি থাকো আমার বিছানা্য় স্নিগ্ধতায় তোমাকে ছাড়া আর অন্য কাউকে ভালোবাসতে ইচ্ছা করে না প্রিয়তমা । আমরা সুখী হবো- কেননা দুঃখ আমাদের সাথে লড়াই করে পারবে না তোমাতে আমাতে রয়েছে সমস্ত বিশ্বব্রহ্মান্ড-আমাদের বিছিন্নি করা সম্ভব নয় তোমার মসৃন বুকের উপর থাকুক আমার মাথা- বিশ্রাম করে নিই আমি, আর তুমি যখন আমার বুকে তোমার ক্লান্ত মাথা রাখবে-বুঝবে মিথ্যুক নই আমি, তুমি তো জানো, আমারা হৃদয় বারবার তোমাকে আঁকড়ে ধরতে চায় শোনো, আমার হাত ধরো, আর যদি কাঁদতেই হয়- আমার কাঁধে মাথা রেখেই কাঁদো। মনে রেখ কবি'রা হলো কুকুরের মতন স্বভাব কখনো বদলায় না ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।