আমাদের কথা খুঁজে নিন

   

পৃথক বৃষ্টিনেত্র



এ চোখ তোমার নয়। অন্য কারো পৃথক পলকে লেগে আছে বৃষ্টির ফোটা। চাহনীর দূরসমগ্র নিয়ে চাঁদ ও তাকাচ্ছে আরেকটি চাদোয়ার দিকে। লাল রঙ মেখে এই রাত ছড়াচ্ছে আভা, নবম প্রহরের। আমি দশম সমুদ্রের কাছে রেখে যাচ্ছি চিন্তক জাহাজ। আমাদের সম্মিলিত ভাবনার শস্যদিনে বপণ করে যাচ্ছি আরো কিছু বীজ , জীবনের। আর তাদের জন্য পরিমিত করুণা , যারা প্রেমের কাছ থেকে নিতে জানে না, প্রয়োজনীয় দেনা। ছবি- কার্ল ডিভাইন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।