আমাদের কথা খুঁজে নিন

   

পৃথক পৃথিবীর জন্য

সামুদ্রিক বিভ্রম

দুর্মুখোরা বলে তুমি নাকি মেঘনা ঘাটে খেয়া পাড়ের রাত্রি নিবিড় সাজাও, গোলাপী লিপস্টিকের আর্দ্রতায় ভুলিয়ে ফ্রেঞ্চ পারফিউম ছড়ানো অভিজাতের বাম পকেটে তুমি নিবন্ধিত হয়েছ আজকাল; শৈশব ছড়ানো আকাঙ্খাকে এভাবে বিস্তারিত করে দিয়েছ প্রমত্ত ঢেউয়ের বাঁকে। আমি বিশ্বাস কিম্বা অবিশ্বাসের মধ্যস্ততায় যাইনি; সামন্তীয় শরীর বেয়ে যদি গজিয়ে ওঠে কোন বিদ্রোহ তাকে নির্বিবাদে অভিবাদন জানাতে আমিও প্রস্তুত; মাকর্স দেখিয়েছিলেন অর্থনীতির মারপ্যাঁচ, আর আমার প্রিয় ফ্রয়েড বলে গেছেন যৌনতার বিবিধ প্রতিক্রিয়ার কথা; মেঘনার তীরে আগুন জ্বলে উঠলেই আমি বিচলিত হইনা। ঘৃনাও অপ্রিয় লাগে। তুমি জল থেকে তুলে নাও তৃষ্ণার গান, বৈষম্যময় পৃথিবীতে শরীর আগুন ছাড়া হিমার্দ্র পানিই ধারন করে একমাত্র সাম্যতন্ত্র প্রতি বিষ্যুদবার রাতে মদ্যপ-বিশুদ্ধতার ঘোরে তোমার অনিঃশেষ উত্তাপের আকাঙ্খায় যে সমস্ত ভবঘুরে পৃথক পৃথিবী দাবী করে বিশ্বাস করো, আমি তাঁদের মহতি সভার সভ্য ছিলামনা কখনোই

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।