আমাদের কথা খুঁজে নিন

   

হাছিনা বিবির মন

হট নিউজ ও দাদা মনমোহন কি যাদু করে কি মন্ত্র পড়ে হাছিনা বিবির মন তুমি করলে হরণ। হাছিনা বিবি বিধবা নারী বাংলাদেশের মূল কান্ডারী আমরা সাধারণ বি,এস,এফ এর গুলীর শিকার আমরা পাখির মতন কোথায় যাবে দেশের মানুষ কাটাতারে জীবন। ফেলানির লাশ ঝুলে তারে বিশ্ব বিবেক গুমরে কাঁদে, হাছিনা বিবি কাঁদে নি শুধু মোহনের পড়ে ফাঁদে। ষোল্ল কোটি মানুষ চায় না টিপাই মুখে বাঁধ, মিটিং মিছিল হরতাল দিয়ে নিত্য করে প্রতিবাদ। তবু যেন হাছিনা বিবির একটু নড়ে না মন দাদার মুখের হাসির জন্য সব দেন বির্সজন। মোহনের মোহে মুগ্ধ হয়ে হাছিনা দেন দাওয়াত বাংলাদেশের হবে না ক্ষতি দু'জনে মিলান হাত। দাদার সাথে হাছিনা বিবি আনন্দে গদগদ, রুপসী বাংলায় দাদায় খান হরেক রকম মদ। দাদা টানেন গড়গড় করে হাছিনা হন সাকি, মন প্রান উজাড় করে দেন কিছু রাখেন নি বাকি!  


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.