আমাদের কথা খুঁজে নিন

   

আমার নিজস্ব ধারনা শেখ হাছিনা দুর্নীবাজ হতে পারে না।



আমার এবং দেশের সর্বস্তরের মানুষের বিশ্বাস শেখ হাছিনার অতীত সংগ্রাম,পারিবারিক ঐতিহৃ এবং বাবার কাছ থেকে পাওয়া আদর্শ কখনও দুর্নীকে সমর্থন দিতে পারে না। শেখ হাছিনার ব্যর্থতার কাহিনী হয়ত কিছু আছে কিন্তু এর থেকে তার সফলতার কাহিনি আর অনেক দীর্ঘ। শেখ হাছিনার সরকারের আমলে কোন বিল-বাট্রা বাড়ে নাই। জিনিসের দাম কম ছিল। শতাদ্বির সেরা বন্যায় ২ লাখ মানুষ মারা যাওয়ার কথা বিশ্বব্যাংক বললেও হাছিনার দক্ষ্য ও বিচক্ষন নেতৃত্বে তখন একজনও না খাইয়ে মরে নাই। আল্লাপাক দুনিয়াতে তিন লাখ ২৪ হাজার পয়গাম্বর পাঠাইয়াও মানুষকে ঠিক করতে পারে নাই। আর শেখ হাছিনাত আল্লাহর সাধারন একজন বান্দা উনি একা কি করবেন?? .............................. চলবে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।