আকাশের সঙ্গে কতো কথা হয় রোজ কষ্টের কথা সুখের কথা যাদের মধ্যে শেখার প্রবনতা আছে এবং যারা প্রকৃতি থেকে কিংবা কাউকে অনুকরন করে নিজে নিজেই প্রকৃতির/কারো ভালো গুনগুলো শেখার চেষ্টা চালায় এবং নিজ জীবনে তার বহিপ্রকাশ আনে , তার মানে এই নয় যে কোন একদিন প্রকৃতি তার গলায় নলী ধরে বলার ক্ষমতা রাখে, যে তুমি আজ যা তা শুধুমাত্র আমার অবদানে প্রকৃতি শুধু বিস্ময়ের সুরে বলতে পারে তুমি আমার ভালো দিকগুলো আয়ত্ত করতে সক্ষম হয়েছ সেই জন্য তোমাকে অভিনন্দন অন্যদিকে প্রকৃতি যদি তাকে তার এই সব কিছু হাতে ধরে ধরে খুব যত্নের সাথে শিক্ষা দিয়ে থাকে তাহলে প্রকৃতি অবশ্যই ক্ষমতা রাখে গলার নলী ধরে বলার তুমি আজ যা তা শুধু আমার অবদান .. প্রকৃতি যাতে কোনদিন সেই সুযোগ না পায় সে জন্য তার উচিত ছিলো প্রকৃতি থেকে সে যতটুকু শেখার সুযোগ পেয়েছে তা প্রকৃতিকে অন্য কোন ভাবে তার কল্যানে ৪ গুন করে ফিরিয়ে দেওয়া কেননা কারো কাছ থেকে ২ গুন নিয়ে তাকে ৪ গুন ফিরিয়ে দিতে হয় । (বন্ধু আজ হয়তো পারছি না কিন্তু একদিন হয়তো ৪ গুন Return অবশ্যই করবো)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।