শুন আমার ভাই বোনেরা আমি একজন প্রেমের মরা আমার একটা অনুরোধ আমার লেখা গুলো কেউ দয়া করে গান হিসেবে নিবেন না ভাবলে বড় ভূল হবে। আর একটা কথা সবাই ভাববেন যে ধৈর্য্য হারা হইনি আমি পাবো পাবো বলে মাহমুদা আমায় রেখে গেলে দুই নয়নের জলে কখনো ভাবিনি কাঁচের মত ভাংবে এ হৃদয় মাহমুদা.কেউকি বল এমন করে মানুষকে কাঁদায়। তোমার স্মৃতির পাহাড়াদার হয়ে থাকবো জনম ভর চোখ সাগরের নৌকা হয়ে দুঃখ করবো পারাপার তুমিত বন্ধু জীবন থেকে নিয়ে গেছ বিদায়। মাহমুদা.কেউকি বল এমন করে মানুষকে কাঁদায়। বুকের মাঝে তুলে ঝড় ভেঙ্গে নিলে সুখের ঘর ভাবলে না তো আমার কথা কে যে তোমার আপন পর তোমার পাওনা তুমি বন্ধু করে নিলে আদায়। মাহমুদা.কেউকি বল এমন করে মানুষকে কাঁদায়। ধৈর্য্য হারা হইনি আমি পাবো পাবো বলে মাহমুদা আমায় রেখে গেলে দুই নয়নের জলে কখনো ভাবিনি কাঁচের মত ভাংবে এ হৃদয় মাহমুদা.কেউকি বল এমন করে মামুনকে কাঁদায়। ইতি তোমার ভালবাসার ভিখারী মামুন খাঁন
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।