দুর্বার প্রতিক
আজকে বুঝলাম :- সারা দুনিয়ার পুরুষেরা কি পরিমান ধৈর্য্য ধারণ করে ।
সকালে রাস্তার পাশে রাশিয়ান এক বৃদ্ধা তার সাথে থাকা এক বৃদ্ধকে (সম্ভবত ওনার স্বামী) যাচ্ছে তাই গালমন্দ করলো / কথা শোনালো , বৃদ্ধ শুধু মাথা নিচু করে কথাগুলো শুনছিল (অসহায় এর মত এদিক ওদিক তাকালেও লোকটিকে নিরুপায় মনে হচ্ছে ছিল ) ।
এইগুলা দেইখা তো অনেক কিছুই করবার মন চাহে না বাহে !!!, আজকে তুষ্টি মনে হইলেও কাল যে তিতা হইব না তাহা বলা মুস্কিল, খোদাই জানে কপালে কি আছে ।
(কথাগুলো হাস্যকরভাবে বললেও বাস্তবতা হলো :- সেই মানুষটি কতবড় অভাগা যার সন্তানরা তার কোনো উপকারে আসে না, সহধর্মিনীর অত্যাচারে / বাক- যুদ্ধে যে অসহায় এবং নিজের অসহায়ত্বে যিনি চরম একাকী (মাথা গুজে কাওকে মনের দুক্ষু বলার সুযোগ পায়না আর)।
মানুষ বিবাহের মাধ্যমে ও সন্তানের প্রেমে এতটাই মোহময় ওহে ওঠে যে শেষমেষ নিজের অজান্তেই মৃত্যু পর্যন্ত কখন যে পৌছে যায় তাতে আর হদিস মিলে না !!)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।