আলোর সন্ধান চলেছি
কিছু মানুষ রোগকে এক ধরনের
আযাব ও অভিশাপ
মনে করে থাকে। এ সকল লোকের
নবী কারীম সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম এর
পবিত্র হাদীস
নিয়ে চিন্তা করতঃ স্বীয়
ভ্রান্ত ধারণা পরিবর্তন
করে ফেলা উচিত। কারণ
নবী কারীম সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম
রোগকে জান্নাত লাভের
অছিলা বলেছেন।
.
হাদীস বর্ণনাকারী হযরত
আতা ইবনে আবী রোবাহ রদিয়াল্লাহু
তায়ালা আনহু একবার
আমাকে হযরত আবদুল্লাহ
ইবনে আব্বাস (রাযিঃ) বলেন,
আমি কি আপনাকে একজন
জান্নাতী মহিলা দেখিয়ে দেব
না?
আমি বললাম, কেন দেখাবেন
না? অবশ্যই দেখান।
তিনি বললেন, “ঐ
কালো মহিলাকে দেখুন।
”
.
এই মহিলা নবী কারীম
সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম এর
খেদমতে উপস্থিত
হয়ে বলতে লাগলেন,
ইয়া রাসূল্লাল্লাহ! যখন আমার
মৃগী রোগের চাপ শুরু হয় তখন
কখনও কখনও আমার ছতর
খুলে যায়, তাই আল্লাহর
দরবারে আমার সুস্থতার জন্য দুআ
করুন।
.
নবী কারীম সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম বলেন,
“তুমি পারলে ধৈর্য্য ধারণ কর,
তুমি জান্নাত পাবে। আর
যদি তুমি চাও
তবে আমি আল্লাহর নিকট তোমার
রোগ মুক্তির জন্য দোয়া করি। ”
উক্ত মহিলা বলল, হুযুর,
(সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম) আমি সবর
করব। অতঃপর মহিলা বলল,
“তবে আপনি আল্লাহর নিকট এই
দুআ করুন যেন আমার ছতর
খুলে না যায়।
” অতঃপর
নবী কারীম সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম তার জন্য
ঐ দুআ করলেন। -(বুখারী,
মুসলিম। )
.
সুতরাং উক্ত হাদীস ও ঘটনার
প্রেক্ষিতে ইহাই বুঝা যায়
যে রোগ-ব্যাধির
আল্লাহ তা’আলা আমাদেরকে পাপ
মুক্ত ও জান্নাত লাভের
অছিলা স্বরূপ দান করেন।
আল্লাহ তা’আলা আমাদের
সকলকে অসুস্থতার সময় ধৈর্য্য
ধারণ করার তৌফিক দান করুন,
আমীন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।