আমাদের কথা খুঁজে নিন

   

আপনাকেই খুঁজছে ভারত!

আপনি কি... ১. বাকশালী আমলে নিহতের সংখ্যা ৭০ হাজার নাকি ৭০ জন - তা নিয়ে সন্দিহান? ২. মনে করেন যে মুক্তিযুদ্ধে ভারতের অংশ নেয়ার কারণেই আমরা স্বাধীন হয়েছি? ৩. ফেলানী আর সীমান্তে হত্যা প্রসঙ্গ নিয়ে অযথাই বাড়াবাড়ি করা হচ্ছে বলে মনে করেন? ৪. অথবা সীমান্তে মানুষ হত্যার বিচার চান, কিন্তু এর থেকেও অনেক গুরুত্বপূর্ণ সমস্যার আশু সমাধানের দাবি তোলেন? ৫. 'বাংলাদেশি' না, 'বাঙালি' হিসেবে নিজের পরিচয় দিতে স্বাচ্ছন্দবোধ করেন? ৬. '৭১-এ যা স্বাধীন এর পর ভারতীয় বাহিনীর লুটপাট হয়েছে যা, তা সেনাবাহিনীর দোষ, সাধারন জনগণ পুরো ব্যাপারে অজ্ঞ ছিল বিধায় শান্তির হাত বাড়াতে চান? ৭. স্বাধীনতার ৪০ বছর কেটে যাওয়ার পরও বাঙালির অবস্থার অনেক উন্নতি হয়েছে, তা শুধু ভারতমায়ের পাশে থাকার কারণেই - এমন ধারণা পোষণ করেন? ৮. নিজের মতের বিরুদ্ধে কথা বলতে শুনলেই 'স্বাধীনতাবিরোধী' ট্যাগিং দেয়ার জন্য আপনার মন উসখুস করতে থাকে? ১০. খেলা আর রাজনীতিকে আলাদা ভেবে ভারত সমর্থন করতে কুণ্ঠাবোধ করেন না, কিন্তু ভারত - পাকিস্তান খেলায় আপনার বাঙালীবোধ মাথাচাড়া দিয়ে ওঠে? ১১. আঃলীগ, ছাত্রলীগ নেতাদের সততায় মুগ্ধ? ১২. বাকশাল প্রসঙ্গে ইতিহাসের অন্যান্য দেশের পরিসংখ্যান তুলে ধরে একে লঘু করার প্রচেষ্টা চালান? ১৩. টিপাইমুখ নামক মরণবাঁধের নীরব সমর্থক? তাহলে অভিনন্দন, আপনাকেই খুঁজছে ভারত!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।