সামুতে বারবার ইসলাম ধর্মকে অবমাননা করলেও কর্তৃপক্ষের নিশ্চুপ থাকার বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে ব্লগিং বন্ধ করলাম এখানে। ধিক্কার সামুর কর্তৃপক্ষকে
আপনি একজন ভোটার, আপনাকেই বলছি:
১। আপনার ভোট আপনিই দিন, অন্যের প্রক্সি দিতে যাবেন না।
২। যোগ্য প্রার্থীকে ভোট দিন, তার জেতার সম্ভাবনা কম থাকলেও।
৩। বুঝে শুনে ভোট দিন, হয়ত আপনার একটি ভোটই বদলে দিতে পারে হিসাব নিকাশ।
৪। কারো দ্বারা প্রভাবিত হবেন না, নিজের বুঝেই ভোট দিন। ভোট আপনার অধিকার আর নিজের ইচ্ছামত দেওয়াও আপনার অধিকার।
৫। নিজে ভোট দেবার পাশাপাশি পরিবার ও প্রতিবেশিকে ভোটদানে উৎসাহিত করুন, কিন্তু নিজের মতে প্রভাবিত করবেন না।
৬। শুধুমাত্র নিজের ভোটাধিকার প্রয়োগ করুন, স্বচ্ছন্দে আর স্বইচ্ছায়।
৭।
ভোট দানের সময় ভোটারের নিয়ম কানুন মেনে চলুন।
৮। যোগ্য কাউকে না পেলে না ভোট দিয়ে আসুন।
৯। কারো কাছে টাকা/কোন আশ্বাস এর লোভে মত বদলাবেন না।
১০। নির্দিষ্ট সময়ে ভোট কেন্দ্রে উপস্থিত হোন।
১১। ভোট দানের সময় লাইনে দাঁড়ান, সিরিয়াল ব্রেক করবেন না, আপনার সিরিয়াল আসলে ভোট দিন।
১২।
ভোটার আইডি কার্ড/জাতীয় পরিচয়পত্র সাথে রাখতে ভুলবেন না।
১৩। কোন অনিয়ম দেখলে স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানান।
১৪। আপনার পরিবারের বৃদ্ধ/বৃদ্ধা সদস্য/সদস্যাদেক সাথে করে ভোট কেন্দ্রে নিয়ে যান, এবং ভোটাধিকার প্রয়োগ করে ফিরিয়ে আনুন।
১৫। কাকে ভোট দিলেন কারো কাছে প্রকাশ করবেন না!!
সবারই সুষ্ঠ ও সুচিন্তিত ভোটই পারে দেশকে সঠিক ও যোগ্য নেতৃত্বের হাতে তুলে দিতে!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।