আমাদের কথা খুঁজে নিন

   

প্রধানমন্ত্রী আপনাকেই বলছি।



ডিজিটাল বাংলাদেশ! গ্যাস: # ৩টা থেকে ৯টা পর্যন্ত C.N.G. ষ্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ। # আবাসিক গ্যাস বন্ধের জন্য ও কোন নির্দিষ্ট সময় থাকলে ভাল হত (অন্তত লোকজন জানত অমুক সময় গ্যাস আসবে, এখন সময় অসময়ে থাকেনা তাই। ) পানি: # আপা আমাদের ইভিয়ান [২৫০ মি.লি. ১৫০ টাকা (আপনি যা পান করেণ)] পান তো দূরের কথা ফিল্টার পানি (২০ লিটার ৩০ টাকা ) কেনার ই সামর্থ নাই। # আমরা যে পানি (ঢাকা ওয়াসার) পান করি তার স্বাদ যদি ১ বার আপনি নিতেন তবে মনে হয় ১ দিনের জন্য হলেও ভাল স্বাস্থ্যসম্মত পানি পেতাম। # পানি দেওয়ার জন্য সময় যদি অঞ্চল ভেদে ভাগ করে দেওয়া যেত (লোডশেডিং এর সময়সূচির মত)।

বিদ্যুৎ # এখন শীতকাল, নিরবিচ্ছিন্ন ভাবে বিদ্যুৎ থাকার কথা, সেখানে দিনে গড়ে মাত্র ৮ ঘন্টা থাকে। বাকিটা কি সামনে বোর মৌসুমের জন্য সংরক্ষন করছেন,ও বোর মৌসুম ও কিন্তু শীতকালেই। তাহলে কি সরকারের বিদ্যুৎ রপ্তানী করার চিন্তাভাবনা আছে, সেটা কি সামনের বাজেটে মুহিত সাহেব ঘোষনা দিবেন,নাকি অতিশীগ্রই (২০১৪ সালে) মন্ত্রীসভার বৈঠকে অনুমোদিত হবে? নিরাপত্তা: # আপা আমরা সাধারন জনতা আমাদের ভোটে আপনি প্রধানমন্ত্রী। আপনি রাস্তা দিয়ে গেলে আধা ঘন্টা রাস্তা বন্ধ,আমার মা মারা গেলেও নিরাপত্তার সার্থে এম্বুলেন্স যাওয়ার চান্স নাই। আমার মা রাস্তা ই মারা যাক।

# শিক্ষাপ্রতিষ্টানে আমার ভাইকে ভর্তি করাতে গেলে আপনার ছেলেকে (ছাত্রলীগ) সন্মানি দিতে হবে। না দিলে আমার ভাই ভর্তি হতে পারবেনা, আর আপনার ছেলে আমার ঢাকা মেডিক্যালে ভর্তি নিশ্চিত করবে। # আর এ বিষয়ে থানায় যাব জিডি করতে, পুলিশ কে [আপনার ভাতিজা (সাহার আপার ছেলে)] দিতে হবে ১০০০ টাকা। কোথায় যাব বলতে পারেণ? প্রযুক্তি: # আজকে প্রায় ২ বছর বিটিসিল এ এপ্লিকেশন করেছি ফোন কানেকশন এর জন্য, খবর নিতে গেলেই বলে আপনার বাড়ির পাশে যখন তার যাবে তখন লাইন পাবেন,আরে বলেন এটাত আমিও জানি। কিন্তু আশ্চার্য হই তখনই যখন ঐ অফিসের পিয়ন বলে লাইন যাইতে সময় লাগব মাত্র ১ সপ্তাহ, টাকা লাগব।

আমি আর টাকার অঙ্ক জিঙ্গাসা করিনি আমার ফোনের দরকার নাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.