সকলে মোরা দেশের তরে প্রায় প্রতি দিনের পত্রিকাতেই যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য জনমতকে তুলে ধরছে। জীবনের শেষ দিন হলেও অনক মানুষ যুদ্ধ অপরাধীদের বিচার দেখে যেতে চায়। এর পেছনে যে দীর্ঘ দিনের অনাকাঙ্খিত কালক্ষেপণ জড়িত এতে কোন সন্দেহ নাই। স্বাধীনতার ৪০ বছর পেরিয়ে গেলেও যুদ্ধ অপরাধীরা আজও ধরা ছোয়ার বাইরে রয়েছে। যার অনিবার্য পরিণতি এদেশের অগণিত মুক্তিযোদ্ধার যুদ্ধ অপরাধীদের বিচার না দেখে অনেকটা অশান্তি নিযে চির জীবনের জন্য পৃথীবী থেকে প্রস্থান করা।
এত লাঞ্চনা গঞ্জনা সহ্য করে যে যুদ্ধ মাতা বীরাঙ্গনা এদেশের স্বধীনতার জন্য নিজের দঃখ কে ভুলে থেকেছে সেই অপরাধীরা যদি আজ বিচারের সম্মুখীন না হয়ে জাতীয় পতাকার ধারক হয় তবে কে দেবে তাকে এতটুকু শান্তনা। কে দেবে তাকে দেশ গড়ার প্রত্যয়।
আজ এই বিজয়ের মাসে আমি আমার প্রথম ব্লগ লেখায় সেইসব হায়েনাদের মুত্যূ কামনা করছি। যারা আমার মাতৃভূমির সাথে বেইমানি করেছে। যারা নিজ সমভ্রমের ক্ষতি নিজেই করেছে।
আমি তাদের উপযুক্ত শাস্তি দাবি করছি। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।