হে বাংলার মানুষ ...আর একবার ৭১ এর মত প্রতিবাদী হয়ে উঠুন .. না বলুন টিপাইমুখ বাধকে.. আমরা বীর-শ্রেষ্ঠের জাতি .. আমরা ভাষার জন্য জীবন দিয়েছি .. আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি .. আমাদের আছে , রফিক, শফিক , বরকত, সালাম , আমাদের আছে , মতিয়ুর , হামিদুর , জাহাঙ্গীর , আমাদের রক্তে আছে তিতুমীর , আমাদের প্রেরনায় আছে বঙ্গবন্ধু , আমাদের কর্মে আছে জিয়া , আমাদের আছে রবীন্দ্রনাথ ( শর্ত সাপেক্ষে ), আমাদের আছে নজরুল , কি নেই আমাদের ? এত কিছু থাকার পরেও আমরা চুপ করে থাকব..? এখন কি চুপ করে থাকার সময়..? শত্রু আমাদের গলা চেপে ধরেছে .. এখনি সময় আর একবার হুঙ্কার দেবার .. বসে থাকবেন না দয়া করে .. সারা দুনিয়া কে জানিয়ে দিন .. আমরা টিপাইমুখ চাইনা .. আমরা আমাদের পানির নায্য হিস্যা চাই .. টিপাইমুখে কোনো বাধ দেওয়া চলবে না ..কারো ব্যক্তি স্বার্থে না .. এইটা আমাদের দেশের স্বার্থে .. দেশের পতাকার মান রক্ষার্থে .. পতাকাকে বাঁচিয়ে রাখার স্বার্থে ..দেশের মানুষের স্বার্থে .. ..... আমার বয়স কম .. মুক্তিযুদ্ধ দেখিনি .. কিন্তু আমি পদ্মার বুকে চর দেখেছি .. প্রমত্তা পদ্মার বুকে সাইকেল , ট্রাক , চলতে দেখেছি , কলিজা টা শুকিয়ে যায় ভাই .. ছোট বেলায় যখন লঞ্চ এ করে ঢাকায় আসতাম আর মাঝ পথে শুনতাম লঞ্চ পদ্মা নদী পাড়ি দিচ্ছে তখন ভয়ে চুপ করে বসে থাকতাম .. মাইকে বলা হত আপনারা সবাই যে যার জায়গায় বসে পড়ুন এদিক ওদিক ঘুরা ফেরা করবেন না .. জাহাজ এখন পদ্মা নদী পাড়ি দিচ্ছে .. আর এখন সেই পদ্মা নদী পার হতে হলে লঞ্চকে ড্রেজার সাথে রাখতে হয়. . যেকোনো সময় লঞ্চ চরে আটকে যেতে পারে .. এইটা হয়েছে ফারাক্কা বাধ এর ফলে .. আমরা আর একটা ফারাক্কা চাইনা.. এর ফলাফল অনেক মারাত্মক হবে .. পানির অভাবে নদীর সাভাবিক গতি প্রবাহ বাধাগ্রস্থ হবে .. শুকিয়ে চর পরে যাবে নদীতে .. কোনো মাছ থাকবে না.. পানির অভাবে কৃষিকাজ করা যাবে না.. পরিবেশে বিপর্যয় দেখা দিবে .. দেশের উত্পাদন কমে যাবে .. ফলে খাদ্য পন্যের জন্য ভারতের উপরে নির্ভর করতে হবে .. চাল কিনতে হবে ১০০ টাকা কেজি দরে .. দারিদ্রের পরিমান বাড়তে থাকবে .. কর্মসংস্থান কমে যাবে .. মানুষ চুরি ডাকাতি করে জীবন বাচাবে .. সমাজে অস্থিরতা দেখা দিবে ..এক পর্যায়ে এমন হবে , ভারত আমাদের খাবার দিলে আমরা খাব আর না দিলে আমরা না খেয়ে থাকতে বাধ্য হব .. এই রকম একটা বাংলাদেশ দেখার জন্য নিশ্চই আমাদের পূর্ব পুরুষরা জীবন বাজি রেখে যুদ্ধ করে দেশ স্বাধীন করেনি .? তাই বলছি .. ভাই দয়া করে আপনারা আপনাদের বন্ধু মহলে এই বিষয়ে সচেতেনতা বৃদ্ধি করুন .. প্রতিবাদ করুন বাড়িতে , চায়ের দোকানে, বন্ধু মহলে , ফেসবুকে , সম্ভব হলে সবাই একটি করে টিপাই মুখ বিরোধী আর্টিকেল লিখে পোস্ট দেই নিজেদের ওয়ালে .. না হলে অন্তত যারা এই বিষয়ে আর্টিকেল লিখেছে তাদের লেখাকে শেয়ার করে বন্ধুদের জানান .. আর সব থেকে বেশি ভালো হয় যদি প্রফাইলে টিপাইমুখ বিরোধী কিছু একটা লাগাই .. যাতে করে দেখা মাত্রই আমাদের প্রতিবাদ টা সবাই বুঝতে পারে ..দয়া করে আপনাদের প্রফাইল পিকচার টা পরিবর্তন করে টিপাইমুখ বিরোধী কিছু লাগান.. না হয় কিছুদিন আমাদের ছবি ফেসবুক এ না দেখালাম .. এতে করে যদি দেশের কোনো উপকার হয় ... আমরা কি তা করতে পারব না.>?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।