আমাদের কথা খুঁজে নিন

   

আরেকবার গর্জে ওঠো

মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি ধর নিজেরে কর জয় :) ঘরের বাইরে শান্ত শিষ্ট হিসেবে আমার বেশ সুনাম আছে । স্কুলে কেউ আমার সাথে ঝামেলা বাঁধাইতে আসলে দেখতাম আমার পক্ষ নিয়া কথা বলার মানুষের অভাব নাই । আমার মত হাবা টাইপ একটা মেয়ে যে কোন ঝামেলা করতে পারে না এইটা মনে হয় সবাই বুঝত । যখন দেখতাম আমার পক্ষ নিয়া অন্য কেউ কথা বলতেসে তখন আমিও ভাব নিয়া বইসা থাকতাম । ওরাই যখন কথা বলতেসে আমি আর ঝামেলা না বাড়াই টাইপ ।

বাংলাদেশ ক্রিকেট টীমের বর্তমান অবস্থাটা আমার অনেকটা এই রকমই মনে হচ্ছে । পুরো দেশ যেইখানে তাদের পাকিস্তান সফর ঠেকাতে , তাদের কে মৃত্যু কূপ থেকে বাঁচাতে আন্দোলন করে যাচ্ছে সেইখানে দলের কেউ সফর বাতিলের জন্য প্রতিবাদটুকু করছেন না । কিন্তু কেন?? ঘটনার পুনরাবৃত্তি তো সব সময় ঘটবে না। গতবার উচ্চ আদালতের রায়ে সফর স্থগিত হয়েছিল বলে কি এবারও হবে?? পাকিস্তানের মত একটা দেশ যেখানে তাদের নিজেদের জানের নিরাপত্তা নাই সেইখানে কার ভরসায় বাংলাদেশ দল যাবে?? এমন একটা দেশ যেখানে ২০১২ সালের ১ জানুয়ারি থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত বোমা হামলায় নিহত হয়েছে ৯২৫ জন এবং আহত হয়েছে ২,৩৯৪ জন! এইটা মাত্র এক বছরের পরিসংখ্যান । ২০০২ সালের ৮ মে নিউজিল্যাণ্ডের খেলোয়াড়দের হোটেলে বাসভর্তি বোমা নিয়ে আত্মঘাতী হামলার পর ২০০৯ সাল পর্যন্ত পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ থাকে।

এরপর ২০০৯ সালে শ্রীলংকান ক্রিকেট দল খেলতে গিয়ে আবারো সন্ত্রাসী হামলার শিকার হয়। এর থেকেই তো স্পষ্ট বুঝা যায় ঐ দেশ ক্রিকেটারদের জন্যে কত অনিরাপদ । এমন মরার দেশে আমাদের দল যাবে না । এর জন্যে ক্রিকেট পাগল জাতি যা করার দরকার তাই করবে । কিন্তু প্রিয় টাইগারেরা তাই বলে আপনারা চুপ থাকবেন না ।

এ দেশে বহু সাধনার পড়ে একজন সাকিব জন্ম নেয় । নিজেদের জীবন নিয়ে এমন জুয়া খেলবেন না প্লিজ প্রিয় বাঘেরা আরেকবার গর্জে উঠুন আমরা আপনাদের পাশে আছি , আপনারাও আমাদের সাথে থাকুন । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।