আমি কোনকিছুই সু-ভাবে প্রকাশ করতে পারি না।
গর্জে উঠো বাংলাদেশ।
এইতো আ্যয়ারল্যান্ড কিছুদিন আগে যে মহাকাব্যিক জয় পেলো। তারপর তাদের দলের অন্যতম খেলোয়াড় মুনিকে প্রশ্ন করা হলো, "বাংলাদেশের সাথে জিততে জিততে হারলেন, আর আজ হারতে হারতে জিতলেন এর কারণ কি মনে হয়?"
মুনি একটা কথায় বলেছিলেন, "বাংলাদেশের ম্যাচে বিশাল দর্শকদের চিৎকার আর উল্লাশধ্বনিই তাদের পরাজয়ের মূল কারণ ছিল। " (সূত্র: স্টার স্পোর্টস)
তাই, সাকিবরা ভারমুক্ত হয়ে নিজেদের উজার করে দিয়ে লড়ো আজ।
আমরা সমর্থকেরা তো আছিই তোমাদের পাশে। আমাদের চিল্লাপাল্লায় কোমার রোচ চলে যাবেন কোমায়।
আর, গেইল গালিতে ক্যাচ দিয়ে ড্রেসিংরুমে গিয়ে শুয়ে থাকবেন।
ব্রাভো ভো ভো করে কাদবেন; আর চন্দরপাল ছন্দই পাবেন না।
আসুন, বাংলাদেশের জন্য প্রার্থনা করি এখন, তারপর মাঠে গিয়ে গর্জে উঠি।
আজ ওরা খেলবে আমাদের ১৬ কোটি মানুষের সাথে।
সাকিব এগিয়ে চলো..........
আমরা জিতবোই আজ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।