আমাদের কথা খুঁজে নিন

   

গর্জে ওঠো বাংলাদেশ



বাংলার টাইগার
থামিয়ে দাও এবার—রানের চাকা ওদের
সাথে আছি তোমাদের
ব্যাটিং হলো দারুন—সাব্বাস আমিনুল
বাংলার টাইগার
গড়েছো রানের পাহাড়,আর নয় ভুল
সাকিব—রাজ্জাক—শফিউল;
বলের গোলক ধাধায়—পরুক ওরা বাঁধা
গর্জে ওঠো সোনার ছেলেরা বল হাতে
দিনের সেরা ফিল্ডিং যোগ হোক তাতে
আর নয় কোন ভুল
মুশিফিকুর এন্ড কোং
উইকেট চাই একের পর এক
চাই সুনিয়ন্ত্রিত বোলিং
দর্শনীয় সব ক্যাচ— আর দারুণ উইকেট কিপিং
জয় চাই আজ মঠে
মার্চের উত্তাল শপথে
জিততে হবে আজ
আমরা আছি পাশে
প্রর্থনারত হাতে—বাংলার টাইগার
বুঝিয়ে দাও আবার—
ঘুরে দাড়াতে জানো
বিজয় মন্ত্র জানো—
বাংলার টাইগার,
বুঝিয়ে দাও আরেকবার—
ক্ষমতা তোমাদের থাবার—
লালসবুজের পতাকা উড়াবার
মহেন্দ্র ক্ষণ এনে দাও আরেকবার
তোমাদের জন্য প্রার্থনা অশেষ
গর্জে ওঠো বাংলাদেশ।
-----------------------------
দারুণ টেনশনে বাংলাদেশের বিজয়কামনায় ..উইকেট পড়ুক।




অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।