আমরা আম বাংলাদেশীরা কি দেশটাকে সত্যিই অনেক ভালোবাসি ? নাকি নিজেদের ভালোবাসি বলেই দেশের প্রতি ভালোবাসা ? পলাশীর প্রান্তরে এই আমজনতার নিশ্চুপ চাহুনিই বাংলাকে সমর্পণ করেছিলো কালপ্রিট ব্রিটিশদের হাতে । আজও দেশ একটি চরম উৎকন্ঠার সম্মুখীণ । আওয়ামী লীগের নষ্ট বাসনায় দেশ চলে গেছে ধ্বংসের মুখে । বাংলা মেদেনির উজার বুকে খুন্তি মেরে দেশ ব্যবহৃত হচ্ছে ভারতীয়দের স্বার্থে । আমরা কি ভারতীয় ? নাকি বেজন্মা পাকিস্তানি ? আমরা শুধুই বাংলাদেশী, কারও পা চাটা দালাল নয় ।
আর দেশটা শুধুই আমাদের । আজ আওয়ামীলীগের ভয়াবহ দুঃশাসনের ক্ষণে আপনার আমার নিশ্চুপ ভূমিকা হয়ত আবার ডেকে আনবে সেই পলাশীকেই । শুধু ব্রিটিশদের স্থলে থাকবে শকুনী ভারত । ৯০ ভাগ জনতার মতামত ছুঁড়ে ফেলে আওয়ামীলীগ দেশকে যে কুরুক্ষেত্রের দিকে ঠেলে দিচ্ছে তা কি নিশ্চুপ চেয়ে দেখবো ? নাকি দেশের স্বার্থে দেশের জন্য গর্জে উঠবো ? বাংলাদেশ না থাকলে কিন্তু কোন দলই থাকবে না । এবার বিবেক জাগ্রত করুন ।
যে বাংলার মানুষ ভাষার জন্য প্রাণ দিয়েছে, পাকিস্তানের করাল গ্রাস থেকে দেশকে উদ্ধারে বুক উজার করে রক্ত ঢেলে দিয়েছে, সেই মানুষেরা এত সহজে হার মানার নয় । তাই নিজ নিজ জায়গায় থেকে গর্জে উঠুন । প্রতিবাদের ভাষায় অন্তত নিজের প্রোফাইল পিকচার পরিবর্তন করুন এই ভারতীয় দালাল সরকারের পতন অবধি ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।