বন্যপ্রাণীদের বাঁচান, পরিবেশ রক্ষা করুন যুদ্ধাপরাধ ১৯৭১ সালের ঘটনা!! যারা পাকিস্তান আর্মিদের পথ দেখিয়ে দিয়ে, তাদের কাছে এদেশের মা বোনদের তুলে দিয়ে, মেধাবী বুদ্ধিজীবীদের চিনিয়ে চিনিয়ে ধরে নিয়ে হত্যা করিয়েছে তারা এখনো প্রকাশ্যে বড় কথা বলে!!! আমরা কি রকম একটা জাতি যে ৪২ বছর পূর্বের মানবতাবিরোধী অপরাধের বিচার এখনো এই জাতি শেষ করতে পারে নাই!!! রাজাকারদের নিয়ে এখনো টানাটানি, আপোষ, আতত, ক্ষমতায় আসার গুটি ব্যবহারের রাজনীতি চলছে!!! সেই সমস্যা এখনো জাতির গাড়ে চেপে আছে!!! বর্তমান সমস্যাগুলি কবে শেষ হবে?? এখনো শিক্ষা, চাকরী, অধিকার, ব্যবসা বাণিজ্য সব জায়গায় দলীয় ক্ষমতাসীনদের দখলবাজি চলছে!! শেয়ার বাজার দুর্নিতি, হলমার্ক কেলেঙ্কারী, সাংবাদিক হত্যা, ১০ ট্রাক অস্ত্র মামলা, সাংবাদিক হত্যা, গুমের রাজনীতি, পদ্মাসেতু দুর্নীতি, ভোটের অধিকার, দারিদ্র ইত্যাদি ইত্যাদি অসংখ্য সমস্যা থেকে কবে মুক্তি পাব? কবে?? আর কবে??? কবে আমরা একটি সোনার বাংলাদেশ পাব?? কবে জয় বাংলা শ্লোগানের সেই মুক্তিযোদ্ধের চেতনা বাস্তবায়িত হবে?? কবে প্রাতিষ্ঠানিক গণতন্ত্র প্রতিষ্টিত হবে? কবে শোষণ মুক্ত, দুর্নীতি মুক্ত সমাজ হবে? কবে আমাদের ভিতরে জাতীয়তাবোধ জাগ্রত হবে?? আমাদের কথা বলার সব রাস্তা বন্ধ, বিশ্ববিদ্যালয়গুলিতে দলীয় নোংরা লেজুড়বৃত্তি ছাত্ররাজনীতির শোষণের কারণে সাধারণ ছাত্ররা মাথা উচু করে কথা বলতে পারে না। সেখানে সঠিক রাজনীতি নাই, নির্বাচন নাই তাই এখন আর নতুন নেতৃত্ব তৈরি হয় না। সেখানে এখন সন্ত্রাস তৈরি হয়, টেন্ডারবাজ, খুনী, চাদাবাজ তৈরি হয় তারা শিক্ষকদের উপর হামলা করেও পুরস্কার পায়। সেখানে কোন অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গেলেই নেমে আসে নির্মম অত্যাচার নির্যাতন, বেড় করে দেয় হল থেকে। একটা সিটের জন্য তাদের কথায় উঠতে হয় বসতে হয়, বাধ্যতামূলক দলীয় মিছিলে যেতে হয়! মিডিয়াও আজ বিভিন্ন দলে দলে ভাগ হয়ে গিয়েছে!! সুশীল সমাজ আজ দলবাজিতে ব্যাস্ত!! নিরপেক্ষ মিডিয়া, নিরপেক্ষ সুশীল ব্যাক্তি আজ খুব কম যে আমাদের কথাগুলি সঠিকভাবে বলবে বা প্রচার করবে!! তাই এখন আমাদের অনুভুতি প্রকাশের নিরপেক্ষ জায়গা ব্লগ, ফেইসবুক, ইন্টারনেট যেখানে দলবাজি নাই। আমাদের এতদিনের ক্ষোভের বিস্ফোরণের জায়গা এখন শাহবাগ!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।