যারা অন্যের সাথে প্রতারণা করে তারা প্রথমে নীজের সাথে প্রতারণা করে,কিন্তু নির্বোধ বলে তারা তা বুঝে না। আর প্রতরণার মধ্য দিয়ে প্রতারক মানুষরুপী শয়তান ও প্রেতে পরিনত হয়। কিন্তু অজ্ঞনতার ধরুন বিবেক তাদের ধ্বংশন করে না। ফলস্বরুপ,তারা পাপাচারে সুখ ভোগ করে। থাকব না যেদিন আমি
সেদিন কাঁদিবে প্রিয়জন,
স্বজন প্রিতি।
সেদিন আধারি গ্রেহে
রাখিতে আমার কেউ
যাবে কবর খুরতে,কেউ
যাবে বাঁশ কাটতে,কেউ
ধৈত করবে আমার লাশ।
অবশেষে,বাসিত আতর,গোলাপ জলে
সেই আধারি গ্রেহে আমার লাশের বুকে
হাতরেখে বলবে কেউ
ত্রই মাটি থেকে তুমাকে
সৃ্ষ্টি করা হয়েছিল,
সেই মাটিতেই তুমাকে
রাখা হল,আবার,
এই মাটিথেকেই তুমাকে
পূণরায় জীবিত করা হবে।
বলাশেষে,সেই আধারি গ্রেহে
রেখে আমায় সবে ফিরে
যাবে নীজ নীজ গ্রেহে
ভুলে যাবে এই স্বজনকে।
সেদিন,থাকব না আমি
তোমাদের যে স্হানে
সেই স্হান দখলে থাকবে
তোমাদের কোন জীবনে।
হাসিবে সবাই,খেলিবে সবাই
সেই আগের মত জীবনে,
তখন তোমরা ভুলে যাবে
চীরতরে এই আমাকে।
তখন,আধারি গ্রেহের লাশটি আমার
কুড়ে,কুড়ে খাবে কীটপতঙ্গ।
হঠাৎ,একদিন সেই আধারগ্রহটি ভেংগে
লাশটি আমার মাটির সাথে মিশে
মাটি হয়ে যাবে।
তখন,থাকব আমি মাটি হয়ে
চীরকাল তোমাদের চরণতলে ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।