আমাদের কথা খুঁজে নিন

   

যাত্রীবাহী লঞ্চে মধ্যরাতে আওয়ামী লীগ নেতার কাণ্ড

যাত্রীবাহী লঞ্চের কেবিনে মাতাল হয়ে মহিলা যাত্রীর উপর ঝাঁপিয়ে পড়ে পটুয়াখালী সদর থানা আওয়ামী লীগ নেতা ফোরকান শিকদার। অল্পের জন্য ওই মহিলা সম্ভ্রমহানি থেকে রক্ষা পেলেও শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ায় গোটা জেলায় তোলপাড় শুরু হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে ঢাকা-পটুয়াখালী রুটের এমভি আঁচল-৫ নামের যাত্রীবাহী লঞ্চে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী কয়েক যাত্রী জানান, মঙ্গলবার সন্ধ্যা ৭টায় ওই যাত্রীবাহী ডাবল ডেকারের লঞ্চ ঢাকার সদরঘাট থেকে পটুয়াখালীর উদ্দেশে ছেড়ে আসে। ওই লঞ্চের তেতলার ৩৪ নম্বর কেবিনের যাত্রী ছিলেন সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান ফোরকান শিকদার।

তার পাশের কেবিনে ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক। রাত সাড়ে ১১টার দিকে ফোরকান শিকদার মদ্যপান করে একই তলার ১৯ নম্বর কেবিনের এক মহিলা যাত্রীর ওপর ঝাঁপিয়ে পড়ে সম্ভ্রমহানির চেষ্টা করেন। এ সময় মহিলার চিৎকারে পাশের কেবিনের অন্যান্য যাত্রী এগিয়ে আসেন। একপর্যায়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক দু’জন মিলে ফোরকান শিকদারের কবল থেকে ওই মহিলাকে উদ্ধার করেন। লঞ্চের আনসার কমান্ডার জাহাঙ্গীর আলম ও সুপার ভাইজার কামাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনার পর ওই মহিলা যাত্রীকে অন্য একটি কেবিনে সরিয়ে নেয়া হয়, তার জন্য অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়।

অভিযুক্ত উপজেলা ভাইস চেয়ারম্যান ও সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফোরকান শিকদার জানান, লঞ্চের টয়লেটে দীর্ঘক্ষণ এক যাত্রী থাকায় আমি বারবার টয়লেটের দরজা নক করছিলাম। হঠাৎ সেখান থেকে এক মহিলা বের হয়ে আমাকে ‘ননসেন্স’ বললে আমি ওই তাকে একটি চড় মারি। এর বেশি কিছু নয়। মাতলামির ব্যাপার তিনি এড়িয়ে যান। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান মোশারেফ হোসেন জানান, এ ঘটনায় আমি লজ্জিত।

দ্রুত আওয়ামী লীগের সভা ডেকে ওই নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। সূত্র:মানবজমিন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.