আমাদের কথা খুঁজে নিন

   

মির্জাপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ২

টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শিশু ও এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৮ জন। আজ মঙ্গলবার সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের মির্জাপুর উপজেলার জামুর্কী নামকস্থানে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হচ্ছেন: দিনাজপুর জেলার রিবগজ্ঞ থানার গাজিপুর গ্রামের রাশেদুল ইসলামের মেয়ে রুনা (৯) এবং পঞ্চগড় জেলার হাড়িবাসা গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ (৬৫)। আহতদের উদ্ধার করে জামুকীস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বগুড়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী বাবলু এন্টারপ্রাইজের যাত্রীবাহী বাসটি মহাসড়কের ঘটনাস্থলে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়।

এ ব্যাপারে গোড়াই মহাসড়ক থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক জানান, নিহতদের লাশ আইনী প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.