আমাদের কথা খুঁজে নিন

   

অফিসের উর্ধ্বতনদের কাছ থেকে আমাদের দায়মুক্তির সেই ক্ষমতা নেই ...

গাড়িতে আগুন সংস্কৃতির জন্য অনেক ক্ষেত্রে আমরা সাংবাদিকরা দায়ী। ’ এছাড়া সাম্প্রতিক সময়ে আবার শুরু হওয়া পুরনো সেই ‘ককটেল’ সংস্কৃতির জন্যও গণমাধ্যমকর্মীরা কিঞ্চিৎ দায়ী। অথচ এই দায় থেকে আমরা সহজেই মুক্ত হতে পারি। কিন্তু আমি বা আমরা যারা চাকরিতে খুব ছোট ‘ক্ষমতা’ ভোগ করছি তাদের কাছে দায়মুক্তির সেই ক্ষমতা নেই!আমি জানি, অনেক টেলিভিশনের ক্যামেরাপার্সন জ্বলন্ত গাড়ির ভালো ছবি দিতে না পারায় অফিসের উর্ধ্বতনদের কাছ থেকে বকা খেয়েছেন। তাই বসের বকা থেকে বাঁচার জন্য বা নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য অনেকে দাউ দাউ করে জ্বলছে এমন ছবি তুলতে চেষ্টা করি।

সম্পাদক পর্যায়ে যাঁরা আছেন তারাও সেই ছবির জন্য যেন উন্মুখ হয়ে থাকেন! ব্যবহার করেন খুশিমনে। এছাড়া সংবাদকর্মীদের ব্যক্তিগত রাজনৈতিক ভাবনা যোগ হয়ে এই আগুনে ঘি ঢালে। যদিও এই ধরনের উদাহরণ খুব বেশি নয়। কারণ আমি বিশ্বাস করি বাংলাদেশের সাংবাদিকরা ব্যক্তি মানুষের বাইরে এসেই পেশাগত দায়িত্ব পালন করেন। টেলিভিশনে কাজ করতে গিয়ে দেখেছি, আমাদের অনেক সহকর্মী নাশকতা সৃষ্টিকারীদের শিখিয়ে দেন, ‘ওইটা এভাবে করেন, ওভাবে করেন।

তাহলে ভালো কাভারেজ পাওয়া যাবে। ’ মানে নিউজ-ফুটেজটা কোনো কোনো সময় আমরাই তৈরি করি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।