আমাদের কথা খুঁজে নিন

   

অফিসের বস যখন কম্পিউটার!

জানতে চাই, জানাতে চাই চাকরিক্ষেত্রে যদি আপনার বস হয় কম্পিউটার তবে যেন অবাক হবেন না। কারণ, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটসের এক কম্পিউটার বিজ্ঞানী ড্যানিয়েল ব্যারোওয়ি ও তার সহযোগীরা এ ধরনের একটি কম্পিউটার সিস্টেম উদ্ভাবন করেছেন। সম্পূর্ণ অটোমেটিক এ ‘অটোম্যান’ সিস্টেমটি অধীনস্থ কর্মচারীদের মধ্যে কাজ ভাগ করে দিতে ও তাদের নিয়ন্ত্রণ করতে সক্ষম। ড্যানিয়েল বললেন, কোন নির্বোধ ব্যক্তির চেয়ে একটি কম্পিউটারকে বস হিসেবে পেতে চাইবো আমি। কিন্তু কম্পিউটার এখনও কিছু কাজ সমাধা করতে হিমশিম খায় যেগুলো মানুষ নিমেষেই করতে পারে।

সেগুলো মাথায় রেখেই অটোম্যান সিস্টেমটি তৈরি করেছেন তিনি। বস কম্পিউটার কর্মচারীদের মধ্যে কাজ ভাগ করে দেয়া, তাদের নিয়ন্ত্রণ করা, কাজ গ্রহণ বা প্রত্যাখ্যান করা ও বেতন দেয়ার বিষয়গুলো সহজেই সমাধা করতে পারবে। কাজের গুণগত মান সুনিশ্চিত করতে পারবে এ সিস্টেম। কর্মচারীর দক্ষতা বিচারের ক্ষেত্রে প্রাথমিকভাবে কোন প্রযুক্তি এতে সংযোজন করা হয়নি। তবে কোন কর্মচারী কাজে ভুল করলে বা কাজ না করলে, তাকে একই কাজ পুনরায় করতে দেবে এ সিস্টেম।

ইচ্ছে করে বারবার ভুল করা বা ফাঁকি দেয়ার অবকাশ নেই। কারণ, এর সঙ্গে বেতনের সম্পর্ক থাকবে। তবে সব ধরনের অফিস বা কাজের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না। প্রাথমিকভাবে সুনির্দিষ্ট কিছু কাজেই সীমাবদ্ধ থাকবে অটোম্যানের দাদাগিরি। তবে প্রযুক্তির ক্রমবিকাশের এ ধারায় এক সময় হয়তো ব্যাপকভাবে ব্যবহৃত হবে বস কম্পিউটার।

অফিসগুলো নিয়ন্ত্রণ করবে মানুষের বদলে কম্পিউটার। -সোনার বাংলাদেশ ব্লগ থেকে সংগৃহীত ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।