অফিসের বসেরা যেমন হন
মতিঝিল পাড়ায় জড়াজড়ি করা অনেক দোকান
দোকানীরা ডেকে চলে ভাইজান একটু দাড়ান
১২ তলা দোকানের নাম ফাইম ব্যাংক
সেখানে অকাজ করেন জালিম সাহাব।
যদিও ব্যাটার নামের মাঝে তিন অক্ষর
মনেতে তাহার লক্ষাধিক জিলিপির প্যাচ
পাশের দোকানীদের অবাক দৃষ্টি
ডালিমের বুকে আনে প্রশান্তির বৃষ্টি
অফিসে কাজ তার তিনশ রকমের।
ছেলেপেলেদের ডেকে বলে রুমে আসেন
বিশেষ মিটিংয়ের কথা একটাই
কাজটা খুব জরুরী, শেষ করে তবে বাড়ী যাবেন।
ম্যানেজারের কাছে গেলেই বিগলিত ডালিম
ভাবখানা এমন যেন হুকুমেই সব তামিল
চেহারায় তার ভেসে বোকা ধরনের হাসি
মনে মনে আকে শুধু কূটিল পথটি
পথের দিকে তাকিয়ে স্নিগ্ধ ডালিম
পিয়ন দিয়ে ডেকে পাঠায় তার পোলাপানদের
মন ভরে বকে দিয়ে চেপে দেন পাথর বিশেষ
চোখলাল চাকুরের সারাদিনের ফসল
কোথা থেকে উড়ে এসে কেড়ে নেন ডালিম সাহেব
বিহবল চাকুরে অবাক হয়ে ভাবে
যাক বাবা চাকুরীখানা বুঝি এবারের মত বাচল।
দোড়ে গিয়ে ম্যানেজারের কাছে বিগলিত ডালিম
ভাবখানা এমন যেন হুকুমেই সব তামিল
............................................................................................
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।