আমার ব্যক্তিগত ব্লগ আমার পুরানো ডায়রী থেকে লেখা তুলে দিলাম।
অনুস্ঠান শুরুর আগে শেখা আর তন্বী স্টেজের ভিতরে রেহানা আন্টির কাছে চলে গেল। আন্টি আজ আট বছরের ছেলেকে সাথে নিয়ে এসেছেন। শেখা উঠে যাবার পর ওর জায়গা রাখা মুশকিল হয়ে গেল। শেষ পর্যন্ত একটা বাচ্চা মেয়ে বলল, শেখা আসলে ও উঠে যাবে।
অতএব, বসে পর। আজ অনেক প্রতিবন্ধি শিশুরা এসেছে, ওদের পুরস্কার দেয়া হবে। যথা সময়ের প্রায় দেড় ঘন্টা পর অতিথিরা অর্থাৎ, বেগম সারওয়ারী রহমান, একজন মহিলা এমপি, এ কিউ এম বদরুজ্জোদা চৌধুরী এবং পরিবার পরিকল্পনা সচিব এলেন। অতিথিরা মন্ঞে আসন গ্রহন করলে শেখা কোরআন পড়ল। খুব সুন্দর করে পড়ল, যে বিশেষ অতিথিরা ছাড়া পুরো অডিটোরিয়ামের দর্শক মুগ্ধ হয়ে শুনলো।
এরপর শেখা আমার কাছে আসল। এদিকে সেই ছোট মেয়ে উঠলেও শেখার বসার মতোন আর জায়গা নেই। তবুও অনেক কষ্টে বসল। আর বারবার বলতে লাগল চলো চলে যাই। আমি বললাম অটোগ্রাফ না নিয়ে যাব না।
(এক সময় অটোগ্রাফ সংগ্রহের বাতিক ছিল) ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।