আমাদের কথা খুঁজে নিন

   

এবার নিজের প্রোফাইলে থাকুক প্রত্যেকের রক্তের গ্রুপ।

আমি নীল, আমি কালো, আমি মন্দ হয়েও ভালো এবার নিজের প্রোফাইলে থাকুক প্রত্যেকের রক্তের গ্রুপ। আপনার ফেইসবুক প্রোফাইলটিতে প্রয়োজনীয়/ অপ্রয়োজনীয় অনেক তথ্যই দেয়ার ব্যবস্থা আছে। কিন্তু নেই একটা অতি প্রয়োজনীয় তথ্য সংযুক্ত করার সুযোগ। হ্যাঁ, বলছি আপনার রক্তের গ্রুপের কথা। ফেইসবুকে আপনার রক্তের গ্রুপ দেখার কোন ব্যবস্থা এখনো পর্যন্ত নেই।

অথচ আমার মতে এর চেয়ে গুরুত্বপূর্ণ তথ্য আর কিছু নেই দেবার মতো। রক্ত আপনার দরকার হোক বা অন্য কারো, গ্রুপটি লেখা থাকলে কয়েক মিনিটের মধ্যে কাঙ্খিত রক্তদাতা খুঁজে পেয়ে বাঁচতে পারে কারো জীবন। তাহলে কি আমরা আমাদের ব্লাড গ্রুপ ফেসবুকে দেখাতে পারবো না?? আমি একটা উপায় বের করেছি। # আপনার প্রোফাইলে About সেকশনে যান। # Work and Education এ গিয়ে Edit ক্লিক করুন।

# Where have you worked এ গিয়ে আপনার রক্তের গ্রুপটি লিখুন। # Position এর যায়গায় লিখুন Voluntary Blood Donor । # City/Town এ লিখুন আপনার বর্তমান শহর / জেলার নাম । # Time Period এ লিখুন আপনার সর্বশেষ রক্তদানের তারিখ । # Add Job ক্লিক করুন।

# Done Editing এ ক্লিক করে বের হয়ে আসুন। প্রতি তিন মাস পর পর রক্ত দান করুন। আপনার শরীরে বইছে এক ব্যাগ তরল প্রাণ। অপচয় করবেন না, কারো জীবন বাঁচাতে কাজে লাগান ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.