চিন্তাশীল আলোচনা করতে চাই। সবার সহযোগীতা একান্ত কাম্য। অ্যাজাইরা পেচালের টাইম নাই। শাকিব খান, রিয়াজ, ফেরদৌস, সালমান খান, শাহরুক খান, আমির খান, হ্রিতিক রোশান, টম ক্রুজ ইত্যাদি তারা হিরো!!! কিন্তু বাস্তবে না। সিনেমার জগতের ভার্চুয়াল হিরো।
কুংফু পান্ডা, ডন, জেমস্ বন্ড, স্পাইডার ম্যান, ব্যাট ম্যান, ফ্যানটাস্টিক ফোর, থর, আভেন্জা্রস এর সবাই ইত্যাদি তারা হিরো!!! কিন্তু বাস্তবে না। সিনেমার বা এনিমেশন জগতের ভার্চুয়াল হিরো।
মুহাম্মাদ (সাঃ), হামযা(রাঃ), ওমর(রাঃ), ওসমান(রাঃ), তালহা(রাঃ),যুবায়ের(রাঃ), সালাউদ্দিন আইয়ুবী(রাঃ) ইত্যাদি সব নবী-রাসুল, সাহাবী গন, ইসলামিক স্কলার তারা সবাই হিরো। সত্যিকারের হিরো। সিনেমা বা এনিমেশনে হিরোরা যা করে তারা তা বাস্তবে করতে পেরেছন অথবা করে দেখিয়েছেন।
এই রকম হিরোই দুনিয়াতে প্রয়োজন। বাক সব 2-3 ঘন্টার হিরো। আমাদের দরকার সারা জীবনের হিরো। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।