যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে
উপরের ছবিটা দেখে নাও চিনতে পারেন। চার বছরে পাতলা গড়নের কাজী তৌকির রীতিমত মাসলম্যান হয়ে গেছে।
বলিউডী হিরো হিসাবে আবির্ভূত হচ্ছেন এ বৎসরই। ছবির নাম টেক-অফ। কয়েকটা গান দেখতে পারেন এখানে ।
হঠাৎ ইউটিউবে লিংকটা পেয়ে মনে পড়লো চার বৎসর আগে ইন্ডিয়ান একটা মিউজিক রিয়েলিটি শো 'ফেম গুরুকুল' এ ঝড় তুলেছিলো কাজী তৌকির। খুব ভালো গায়ক না হয়েও কেবলমাত্র স্টেজ পার্ফেমন্সের কারণে জিতে নিয়েছিলো বিজয়ের মুকুট।
তখন অবশ্য অনেকেই ভেবেছিলো তৌকিরকে সম্ভবত সিংগার নয়, হিরো হিসাবেই দেখা যাবে। বাস্তবেও তাই হয়েছে দেখা যাচ্ছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।