আমি কম্পিউটার ও ইলেক্ট্রনিক্স নিয়ে কাজ করতে ভালবাসি আমি আমার স্টুডেন্ট দের কিছু জব করিয়েছি, যা আপনাদের কাজে লাগতে পারে যদি আপনি টেকনিক্যাল স্টুডেন্ট হয়ে থাকেন।
ধারাবাহিক ভাবে জব গুলো দেয়ার চেষ্টা করব।
----------------------------
জব নং ১
জবের নামঃ হাউস ওয়্যারিং
জবের উদ্দেশ্যঃ বৈদ্যুতিক লাইন সংযোগ ও রুমের ওয়্যারিং শিখন।
প্রয়োজনীয় উপকরনঃ
ক) এম.ডি.বি. বোর্ড এর জন্য
১. ডিজিটাল বৈদ্যুতিক মিটার ----- ১টি
২. সার্কিট ব্রেকার (ডাবল) ----- ১টি
৩. সার্কিট ব্রেকার (সিঙ্গেল) ----- ১টি
খ) রুম (২টি) ওয়্যারিং এর জন্য
১. সুইচ বোর্ড ----- ১X২ = ২টি
২. লাইট হোল্ডার ----- ১X২ = ২টি
৩. সিলিং রোজ ----- ১X২ = ২টি
৪. ফিউজ ----- ১X২ = ২টি
৫. ইন্ডিকেটর ----- ১X২ = ২টি
৬. সকেট ----- ১X২ = ২টি
৭. সুইচ ----- ২X২ = ৪টি
৮. ওয়্যারিং চ্যানেল ----- প্রয়োজন মত
এছাড়া, টেস্টার, স্ক্রু ড্রাইভার ( স্টার, ফ্ল্যাট ), ড্রিল মেশিন, স্ক্রু, ক্ল্যাম্প।
কাজের ধাপঃ
ক) এম.ডি.বি. ওয়্যারিং
১. এম.ডি.বি. বোর্ড এ ডিজিটাল বৈদ্যুতিক মিটার, সার্কিট ব্রেকার (ডাবল, সিঙ্গেল) ক্ল্যাম্প দিয়ে স্থাপন করি।
২. মেইন বৈদ্যুতিক লাইন মিটারে ইনপুট হবে।
৩. মিটার হতে আউটপুট ডাবল সার্কিট ব্রেকার এ ইনপুট দিই ।
৪. ডাবল সার্কিট ব্রেকার এর আউটপুট হতে প্রতিটি রুমের জন্য নির্দিষ্ট সিঙ্গেল সার্কিট ব্রেকার এ ফেজ ইনপুট দিই।
৫. সিঙ্গেল সার্কিট ব্রেকার হতে প্রতিটি রুমে আলাদা ফেজ সংযোগ হবে।
৬. ডাবল সার্কিট ব্রেকার হতে প্রতিটি রুমে সরাসরি নিউট্রাল সংযোগ হবে।
খ) রুম ওয়্যারিং
১. সুইচ বোর্ড এ ফিউজ, ইন্ডিকেটর, সকেট, সুইচ স্ক্রু দিয়ে লাগিয়ে নিই।
২. রুমের মেইন সংযোগ ফেজ তার ফিউজ এ ইনপুট দিই।
৩. ফিউজ এর অপর প্রান্ত হতে ইন্ডিকেটর, সকেট, সুইচ এ সংযোগ দিই।
৪. সুইচ দুটি হতে ফ্যান, লাইট এ সংযোগ দিই।
৫. ইন্ডিকেটর, সকেট, ফ্যান, লাইট এর নিউট্রাল রুমের মেইন নিউট্রাল তার এর সাথে সংযোগ দিই।
সতর্কতাঃ
১. সকল সংযোগ সাবধানে চিত্র অনুসারে দিতে হবে।
২. ফেজ ও নিউট্রাল তার যেন কোনভাবেই শর্ট না হয় সেদিকে অত্যন্ত সচেতনতার সাথে লক্ষ্য রাখতে হবে।
৩. সংযোগ তার এ যেন কোন প্রকার লিকেজ না থাকে।
৪. টেস্টার দ্বারা সংযোগ নিশ্চিত হয়ে নিব।
৫. ফেজ এর জন্য লাল তার এবং নিউট্রাল এর জন্য কালো তার ব্যবহার করব।
পর্যবেক্ষণঃ
১. সুইচ অন-অফ করে ফ্যান, লাইট অন-অফ করা যায়।
২. সার্কিট ব্রেকার অন-অফ করে মূল লাইন সংযোগ-বিচ্ছিন্ন করা যায়।
৩. রুমে শর্ট সার্কিট হলে ফিউজ পুড়ে যায়।
৪. মূল লাইন এ শর্ট সার্কিট হলে সার্কিট ব্রেকার সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।
৫. সার্কিট ব্রেকারগুলো মেইন সুইচ এর কাজ করে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।