I Love to Win.
বিশ্বজুড়েই অন্যরকম রোমাঞ্চকর অভিজ্ঞতার নাম ট্রি-হাউস বা গাছবাড়ি। গাছের ওপর বসবাস! ভাবতেই কেমন যেন একটা পুলক বোধ হয়! ভাবতেই অবাক লাগে, গাছের উপর ঘর। পৃথিবীর অনেক জায়গাতেই রয়েছে গাছবাড়ি। এর মধ্যে কিছু রয়েছে প্রাচীন উপজাতিদের সত্যিকার বসবাসের জায়গা। আবার এর অনেকগুলো তৈরি করা হয়েছে নিতান্তই শখের বশে।
সে রকমই একজন শখের মানুষ হরেস বারজেস। তিনি যে গাছবাড়ি বা ট্রি-হাউসটি তৈরি করেছেন সেটিই বিশ্বের সর্ববৃহৎ 'ট্রি-হাউস'। এ বাড়িটিকে তিনি ঈশ্বরের বাড়ি বলে অভিহিত করেন।
১৯৯৩ সাল থেকে এ গাছবাড়ির পরিকল্পনা ও কাজ শুরু করেন বারজেস। এটি কেবল একটি ট্রি হাউসই নয়, রীতিমতো একটা বিশাল বাড়ি! এতে রয়েছে ছোট একটি বাস্কেট বল কোচ, যার নিচে ২৫৮টি গজাল দেওয়া।
বারজেস প্রচণ্ডরকম ঈশ্বর বিশ্বাসী মানুষ। আর এটিকে ঈশ্বরের বাড়ি বলার পেছনে একটা কারণ রয়েছে। বারজেস জানান, একদিন প্রার্থনায় ঈশ্বরের কাছ থেকে তিনি ট্রি-হাউস বানানোর আদেশ পান। ঈশ্বর তাকে সবরকম সহযোগিতারও আশ্বাস দেন। এ বাড়ি তৈরির কাজে তিনি ব্যবহার করেছেন গ্যারেজ, স্টোর রুম ও গোলাঘর থেকে পরিত্যক্ত জিনিসপত্র।
বাড়িটি তৈরি করতে মোট ব্যয় হয়েছে ১২ হাজার ডলার। Read Details>>>
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।