এখানে পদ্মা জাগে, হাঁক দেয় সুরমার ঢেউ কেউ নেই কাছে তবু পলাতক পাখিদের ছায়া কাছে এসে ডাক দেয়, আর বলে সাথে যাবে কেউ আমরাও অভিবাসী ভোর হয়ে ছিটিয়ে যাবো সবুজ মায়া..... আটাত্তর গোলাপের পরতে সাজিয়ে সকাল আপনাকে দেবো কবি, একুশের লাল খামে ভরে এ পাওনা শোধের নয়, নয় কোনো হীরে জহরতের দামে-দরে, রক্তমূল্যে লেখা এই গান 'আমার ভায়ের রক্তে রাঙানো..... প্রভাতের জলকণা যেন হেসে ওঠে এই বাংলার, বার বার প্রতিভূ হয়ে, আমাদের ভালোবাসা বুকে নদী ঠিক তাই মিশে যায় সবুজ নিলয়ে। -------------------------------------------------------- আজ ১২ ডিসেম্বর তাঁর ৭৮তম জন্মদিন --------------------------------------------------------
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।