মাতৃগর্ভে শিশুর প্রথম পদাঘাত মাতৃত্বের প্রথম স্বাদ বাংলাদেশের মানুষ দুই রাজনৈতিক দলের অত্যাচারে অতিষ্ট। জনগণ যেন রীতিমত বিপদে পরে গেছে। গত বিএনপি আমলে সন্ত্রাস আর দূর্নীতির হাত থেকে বাঁচার জন্য আওয়ামী লীগকে ব্যাপক ভোট দিয়েছিল। কিন্তু জনগণ যে আশায় ভোট দিয়েছিল তা আর পূর্ণ হলো না। ওরা এখন কার কাছে যাবে বুঝতে পারছেনা।
সামনে কাকে ভোট দিবে অনেকেই ঠিক করতে পারছে না। বিকল্প দল খুঁজছে। কিন্তু সে রকম দল আর বাংলাদেশে নেই। জাতীয় পার্টি একটা হাস্যকর দলে পরিণত হয়েছে। জনাব এরশাদের কথা বার্তা শুনলে মানুষ মুচকি হাসেন অথবা কিছুই মনে করেন না।
ওনার সকালে এক কথা বিকালে আর এক কথা। জামায়েতে ইসলামীর কথা মনে হলে ভয় না পেয়ে উপায় নেই। ওরা যদি কোন দিন ক্ষমতায় আসে তাহলে জামায়াতে ইসলামীর লোক আর শিবির ছাড়া হয়ত কেউ বাংলাদেশের নাগরিকই হতে পারবেন না। এ দেশে বাস করাই অসম্ভব হয়ে দাঁড়াবে। জামাত-শিবির ছাড়া কেউ কোন চাকরী পাবেন বলে মনে হয় না।
তখন হয়ত অনেককেই নিজ জন্মভূমিতে প্রবাসী জীবন যাপন করতে হবে।
কার কাছে যাবে এ দেশের মানুষ ! রীতিমত বিস্ময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আর এ পরিস্থিতি সৃষ্টি করেছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো। এই সকল প্রধান দলগুলোর অত্যাচার থেকে বাঁচার উপায় বাংলাদেশের মানুষের নেই। এ দেশে এমন কোন রাজনৈতিক দল নেই যার কাছে মানুষ সুনাগরিক হিসেবে বেঁচে থাকার আশ্রয় চাইবে।
দেশের জনগণ এমন একটা রাজনৈতিক দলের সন্ধান চায়, যাকে বিশ্বাস করা যায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।