আমাদের কথা খুঁজে নিন

   

আন্তর্জাতিক বাজারে খাদ্যপণ্যের দাম আরেক দফা কমেছে

ইসলামের পথে থাকতে চেষ্টা করি...। নভেম্বর মাসে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম আরেক দফা কমেছে। এ নিয়ে টানা পঞ্চম মাসের মতো দাম কমল, যা এক বছরের মধ্যে দীর্ঘ হ্রাস। জাতিসংঘের খাদ্য এবং কৃষি সংস্থা ফাও বলছে, পণ্যের দাম সম্ভবত সর্বনিম্নপর্যায়ে আসছে। গতকাল বৃহস্পতিবার রোমভিত্তিক ফাওর ওয়েবসাইটে প্রকাশিত পরিসংখ্যানে দেখা গেছে, আগের মাসের চেয়ে নভেম্বরে ৫৫টি খাদ্য পণ্যের মূল্যসূচক কমেছে ০.৫ শতাংশ। অক্টেবরের ২১৬ পয়েন্ট থেকে নভেম্বরে কমে হয়েছে ২১৫ পয়েন্ট। তা ছাড়া আগের মাস থেকে অক্টোবরে দাম কমেছিল ৪ শতাংশ, যা ছিল মার্চ ২০১০ সালের পর থেকে সর্বোচ্চ পতন। যদিও ওই বছরের ফেব্রুয়ারিতে খাদ্যপণ্যের দাম রেকর্ড বেড়ে হয় ২৩৭.৭ পয়েন্ট। ফাওর সিনিয়র অর্থনীতিবিদ আবদুল রেজা আব্বাসী ফোনে জানান, 'সরবরাহ ভালো থাকায় অনেক খাদ্যপণ্যের দামই নিম্নমুখী। তাইলে আমাদের এই অবস্থা কেন?  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.