"বাংলা আমার জন্মভূমি, বাংলা আমার প্রাণ; হবনা পিছপা, রাখতে আমার বাংলা মায়ের মান ।"
সব কিছুই যে কেন আন্তর্জাতিক মানের হওয়া প্রয়োজন, তাই আমি বুঝিনা। জাতীয় মানের হলে সমস্যা কি? একেকটা দেশ তার ভিন্ন ভিন্ন স্বতন্ত্রে বলীয়ান হবে এটাই স্বাভাবিক। আর আমরা কিছু হলেই বলি যুদ্ধাপরাধীর বিচার আন্তর্জাতিক মানের হয়নি, আইন ব্যবস্থা তথা এইটা-সেইটা আন্তর্জাতিক মানের হয়নি। কিন্তু এখন আমাদের দেশে আন্তর্জাতিক মাতব্বরদের দৌড়-ঝাপ ও দরদী সেজে উপদেশ বিতরণ দেখে দুই মহিলার ঝগড়া তথা রাজনৈতিক সংকট ও দেশের মানুষের দুর্দশা যে আন্তর্জাতিক মানের হয়নি এটা কেউ ভুলেও বলতে সাহস পাবেনা।
কিছুদিন আগে ফ্রান্সের এক বায়ারের ছবি এসেছিল পেপারে যে কিনা দাঙ্গাহাঙ্গামা দেখে রাস্তায় গাড়ি ফেলে দৌড়ে পালাচ্ছে। ঠিক নেই কখন যে জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোকে অথবা অন্য দরদীদের ছবি আসে যে “চাচা আপন জান বাচাঁ” বলে ঝেড়ে দৌড় দিয়ে বাংলাদেশ ছেড়ে পালাচ্ছে।
শুধু এটা কেন,দাঙ্গা-হাঙ্গামা, মানুষ পোড়ানোর যে স্টাইল এটা শুধু আন্তর্জাতিক মানের বললেও ভুল হবে, বলতে হবে একদম এক্সপোর্ট কোয়ালিটির, যা এখন থাইলেন্ডের সংকট তরান্বিত করতে এক্সপোর্টও করে দেশের পোড়া অর্থনীতেকে চাঙ্গা করা যাবে।
হায়রে পোড়া কপাল আমাদের, আমারতো মনে হয় আন্তর্জাতিক নেতারও আমাদের দেখিয়ে বলে এই যে দেখ একটা আজব দেশ, পুরোটাই আমড়া, কেবল আটি আর চামড়া।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।