ইংলন্ড থেকে আমাকে উপহার দেওয়া হলো
একখণ্ড অলিখিত সংবিধান
ফ্রান্স থেকে আমাকে উপহার দেওয়া হলো
এক বোতল শ্যাম্পেন,
সঙ্গে নোট, 'পান করুন, এবং নিকটবর্তী
অ্যাবস্ট্রাকশনকে আলিঙ্গন করুন'
জাপান থেকে আমাকে উপহার দেওয়া হলো
একটি ছোট্ট রোবট-
যেটি মানুষের দুঃখে দুমিনিট বিষণ্ন হতে জানে
পশ্চিম জার্মানি থেকে আমাকে
উপহার দেওয়া হলো একটি হাতঘড়ি
যেটি শুধুই প্রতিযোগিতার সময় নির্দেশ করে
আমেরিকা থেকে আমাকে উপহার দেওয়া হলো
একটি অত্যাধুনিক রিভলবার,
যা দিয়ে তৈরি হয় 'প্রেসিডেন্টকে হত্যা করার জন্য', কিন্তু
যা দিয়ে তার মালিক শেষপর্যন্ত
নিজেই আত্মহত্যা করে
এ সব উপহার আমি একটি লতাপাতা আঁকা
টিনের সুটকেশে ভরে নিয়ে
রওনা হলাম আমার মামা বাড়ির গ্রামের দিকে
জল-কাদার মধ্য দিয়ে একা একা
পাঁচ ক্রোশ পথ হেঁটে যাওয়াই আমার উদ্দেশ্য ছিল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।